বিয়ের পর শ্বেতা-রুবেলের প্রথম দুর্গাপুজো আরও রঙিন করতে চলেছে এক বিশেষ মুহূর্ত! উৎসবের আগে আসছে শ্বেতার জীবনে বড়ো সুখবর! সংসারে আসছে নতুন অতিথি? কোন ইঙ্গিত দিলেন তারকা দম্পতি?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) এবং ‘রুবেল দাস’ (Rubel Das) চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর জানুয়ারিতে বৈদিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের বিশেষ দিনটির অন্যতম আকর্ষণ ছিল মহিলা পুরোহিতের উপস্থিতি। বিয়ের আগে থেকেই প্রকাশ্যে ছিল তাঁদের মিষ্টি সম্পর্কের নানা ঝলক, যা দর্শক থেকে অনুরাগীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠত। এই বছর নবদম্পতির জীবনে প্রথম দুর্গাপুজো আসতে চলেছে।

আর সেই উপলক্ষে তাঁরা ভাগ করে নিলেন তাঁদের বিশেষ পরিকল্পনার কথা। অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে, যেখানে তিনি শ্যামলীর ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন। অন্যদিকে, রুবেল দাসকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে শাক্যজিত চরিত্রে। যদিও তাঁরা এখন আলাদা আলাদা মেগায় কাজ করছেন, স্টুডিয়ো একই হওয়ায় প্রায় প্রতিদিনই একসঙ্গে শ্যুটিংয়ে আসেন এবং বেশিরভাগ সময় একসঙ্গে বাড়িও ফেরেন।

ফলে কাজের ব্যস্ততার মাঝেও তাঁদের সংসার জীবনে রঙিন মুহূর্ত জমে উঠছে প্রতিদিন। দুর্গাপুজো বাঙালির আবেগের সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবের আগে থেকেই প্রায় সব পরিবারে শুরু হয়ে যায় কেনাকাটা আর প্রস্তুতির ধুম। তবে শ্বেতা ও রুবেল জানিয়েছেন, তাঁদের এখনও পর্যন্ত কেনাকাটার সুযোগ হয়নি। কাজের চাপ আর শ্যুটিংয়ের ব্যস্ততায় সময় বের করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যদিও এই উত্তর দিতে গিয়েই শ্বেতার মুখে একরাশ হাসি ফুটে ওঠে, কারণ পুজোর আগে আসতে চলছে সেই একটি বিশেষ দিন!

সাক্ষাৎকারে মজার ছলেই দু’জনের মধ্যে জন্মদিন নিয়ে হালকা কথোপকথন হয়। রুবেল মজা করে জানান, শ্বেতার জন্মদিন আর দুর্গা পুজো একসঙ্গেই হয়। যদিও অভিনেত্রী খানিকটা আপত্তি জানিয়ে বলেন যে আসলে তাঁর জন্মদিন মহালয়ার দিনে। পর মুহূর্তেই সংসারে নতুন অথিতি আসার প্রশ্নেই, দু’জনের দুষ্টুমিভরা টুকরো কথায় ধরা পড়ে তাঁদের মধুর সম্পর্কের রসায়ন। রুবেলও যোগ করেন, প্রতিবছরই পুজোর আগেই স্ত্রীর জন্মদিন পালিত হয়।

আরও পড়ুনঃ মৌয়ের গায়ে হলুদের মাঝেই অঘটন! বিয়ের আসরে নয়, মৃ’ত্যুর পথে প্লুটো! মিঠির জন্যই ঘুমের ওষুধ খেয়ে আ’ত্ম’হ’ত্যা, চিঠি লিখে জীবন শেষের সিদ্ধান্ত! ভালোবাসা না বোনের নতুন সংসার, কোনটা বাঁচাবে মিঠি?

তাই তাঁদের বাড়িতে উৎসবের আবহ শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। শেষে অবশ্য শ্বেতা খানিকটা আক্ষেপ করেই বলেন, কাজের চাপে এখনও পর্যন্ত পুজোর কেনাকাটা শুরু করতে পারেননি তাঁরা। তবে এবার জন্মদিন, পুজো আর সংসারের নতুনত্ব মিলে এই বছরের উৎসব তাঁদের কাছে অন্য রকম তাৎপর্য বয়ে আনবে। নবদম্পতির প্রথম দুর্গাপুজো তাই শুধু দর্শকদের নয়, তাঁদের পরিবার এবং কাছের মানুষদের জন্যও হয়ে উঠতে চলেছে স্মরণীয় এক অভিজ্ঞতা।