বাংলা চলচ্চিত্রের জগতে ‘দেবশ্রী রায়’ (Debashree Roy) এক এমন নাম, যাঁকে নিয়ে আজও দর্শকের মনে নস্ট্যালজিয়ার ছোঁয়া লেগে থাকে। আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত টলিউডের প্রায় সব বড় নায়কের সঙ্গেই তাঁকে দেখা গিয়েছে পর্দায়। প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক কিংবা মিঠুন— প্রত্যেকের সঙ্গেই তিনি বক্স অফিসে জনপ্রিয়তা কুড়িয়েছেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল তাঁর আর এক অনস্ক্রিন সঙ্গী, ‘তাপস পাল’ (Tapas Paul)।
দর্শকদের কাছে তাঁদের রসায়ন এতটাই গ্রহণযোগ্য ছিল যে, বহু বছর পরেও সেই ছবিগুলির দৃশ্য মনে পড়লেই ভক্তদের চোখে স্মৃতি ভেসে ওঠে। তাপস পালের সঙ্গে দেবশ্রীর জুটি বাংলা ছবির স্বর্ণযুগে এক অনন্য মাত্রা যোগ করেছিল। একের পর এক ছবি দর্শকের কাছে সুপারহিট হয়েছিল তাঁদের অভিনয়ের জাদুতে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেবশ্রী নিজেও অকপটে স্বীকার করেছেন, বাংলা সিনেমার দুর্দিনে তাঁদের জুটিই নাকি দর্শকদের হলে ফিরিয়ে এনেছিল।
তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, উত্তমকুমারের মৃ’ত্যুর পর প্রায় সব স্টুডিওতে কার্যত তালা ঝুলছিল। কিন্তু দাদার কীর্তি ছবির হাত ধরে মানুষ আবারও বাংলা ছবিতে আগ্রহী হতে শুরু করেন। অভিনেত্রীর কথায়, “মহানায়কের মৃ’ত্যু পর বাংলা ইন্ডাস্ট্রির সিংহভাগ স্টুডিয়োতে তালা ঝুলছিল। দর্শক তখন দেবশ্রী-তাপস জুটিকে পেয়ে আবার ছবি দেখতে শুরু করে, সেই ছবি ‘দাদার কীর্তি’ ছিল।” তাঁর মতে, সেই সিনেমাই দর্শককে নতুন করে আশ্বস্ত করেছিল যে বাংলা ছবি আবার ঘুরে দাঁড়াতে পারবে।
তবে এই মন্তব্য ঘিরে বিতর্কও কম হয়নি। অনেকেই মনে করিয়ে দেন, দাদার কীর্তি ছবির সাফল্যে শুধু দেবশ্রী নয়, মহুয়া রায়চৌধুরীর উপস্থিতিও সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। সমালোচকদের মতে, সিনেমা সবসময়ই দলগত শিল্প, একক নায়ক বা নায়িকার সম্পূর্ণ সাফল্য নয়। দর্শকদের মধ্যেও এই নিয়ে নানা মতভেদ তৈরি হয়েছে। কেউ দেবশ্রীর কথায় সহমত পোষণ করেছেন, আবার কেউ বলেছেন, “মহানায়কের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদেরই ছোট করলেন। তিনি মহানায়ক, তিনি অতুলনীয়!”
আরও পড়ুনঃ “স্বামীর টাকায় খাইনি, নিজের টাকায় খেয়েছি!”— কটাক্ষের সুরে ফের প্রাক্তনের দিকে আঙুল তুললেন সুস্মিতা! ‘অতিরিক্ত অর্থের অহংকারেই সম্পর্কটা ভেঙে গেল, এবার বাস্তবটা স্পষ্ট হচ্ছে।’ ‘ভালোবাসার বিয়েতে টাকার হিসাব টেনে আনার মানে কী?’— নেটিজেনদের কটাক্ষে বিদ্ধ অভিনেত্রী!
নায়িকা হিসেবে সাফল্যের শীর্ষে পৌঁছালেও দেবশ্রীর জীবনে আরেকটি বড় অধ্যায় যোগ হয়েছে রাজনীতির মাধ্যমে। অভিনয় থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে তিনি যোগ দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে। সংসদে তাঁর ভূমিকা, দলীয় কাজকর্ম এবং সামাজিক দায়বদ্ধতা তাঁকে দিয়েছিল এক ভিন্ন পরিচয়। এই দীর্ঘ বিরতি অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছিল, তিনি আদৌ আর ফিরে আসবেন কি না অভিনয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবারও অভিনয়ের প্রতি টান অনুভব করেছেন এবং বর্তমানে সেই মঞ্চে ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে।