বাংলা টেলিভিশনের দর্শকরা সব সময়ই নতুন গল্প আর নতুন জুটির অপেক্ষায় থাকেন। বিশেষ করে জনপ্রিয় লেখিকা ও পরিচালক লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই আলাদা ধাঁচের কাহিনি ও চমকপ্রদ মোড়। তাই তাঁর পরবর্তী কাজ নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন। কে থাকবেন নায়ক-নায়িকা, কোন চ্যানেলে সম্প্রচারিত হবে—সবকিছু নিয়েই চলছে নানা জল্পনা।
প্রথমে শোনা গিয়েছিল, লীনার নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শনের ব্যানার্জিকে। একাধিকবার এমন ইঙ্গিত মিললেও পরে পরিস্থিতি বদলায়। হঠাৎ করেই টলিপাড়ায় কানাঘুষো শুরু হয় যে নায়কের ভূমিকায় শনের বদলে অন্য কাউকে দেখা যেতে পারে। তখন থেকেই দর্শক মহলে তৈরি হয় কৌতূহল।
সাম্প্রতিক গুঞ্জনে নাম উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যের। ‘কৃষ্ণকলি’ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তাই নতুন প্রজেক্টে তাঁকে দেখা গেলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়বে বলাই যায়। তবে এখানেই শেষ নয়, নায়িকার নাম নিয়েও শোনা যাচ্ছে বড়সড় চমক।
খুব জোর আলোচনা চলছে যে নীলের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। একসময় ছোটপর্দার অন্যতম চেনা মুখ হলেও বর্তমানে তিনি বড়পর্দা ও ওটিটিতেও সমানভাবে সক্রিয়। এবার যদি সত্যিই তিনি স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেন, তবে নিঃসন্দেহে দর্শকের কাছে এটি হবে বড় চমক। কারণ, এই জুটি এখনো পর্যন্ত টেলিভিশনে একসঙ্গে কাজ করেননি।
আরও পড়ুনঃ “অভিনেতার একাধিক বান্ধবী থাকলে সে ‘লেডি কিলার’, কিন্তু অভিনেত্রীর পুরুষ বন্ধু থাকলেই সে হয়ে যায় ‘নষ্ট চরিত্রা’!” “‘লেডি কিলিং’ নাকি সুপারস্টারের ইউএসপি, সম্পর্ক ভাঙলেই দোষ চাপানো হয় নারীর উপর!”— দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক সুদীপ্তা, কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়লেন সমাজকে!
যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও কনফার্মেশন মেলেনি। লীনা গাঙ্গুলির আসন্ন ধারাবাহিকে নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার সত্যিই মুখ্য চরিত্রে থাকবেন কি না, তা এখনই স্পষ্ট নয়। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—শন ব্যানার্জি নয়, তবে কি নীল ভট্টাচার্যই হতে চলেছেন লীনার নতুন ধারাবাহিকের নায়ক? উত্তর মিলবে সময়ের অপেক্ষায়। আপাতত এটুকুই বলা যায়, গোটা খবরটি এখন শুধুই গুঞ্জন।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।