পরেছেন শুধুই নীল ব্লেজার,ভেতরে নেই অন্ত’র্বাসও! ভাইরাল হতে কী কী না করে বেড়ান উরফি জাভেদ

সোশ্যাল মিডিয়াতে উড়ফি জাভেদ খুবই পরিচিত নাম হয়ে উঠেছে এখন। খুব অল্প সময়ের মধ্যে শুধু নিজের পোশাকের রুচির জন্যেও ভাইরাল হয়েছেন তিনি। বিগ বসে অংশ নেওয়া থেকেই সবার নজরে এসছেন উরফি। আর তারপর থেকেই উন্মুক্ত পোশাক পরে ক্রমাগত ট্রোল হয়ে চলেছেন। তাতে কী?

এবার আবার শুধু একটি ব্লেজার পরে হলেন ভাইরাল। নেই অন্তর্বাস ও প্যান্ট। একটি নীল ব্লেজার দিয়েই ঢেকেছেন শরীর। ব্লেজা়র পরার প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন। আর তাতেই শেয়ার করেছেন ভিডিও আর ছবি। এমন পোশাকে সমানোচনা হবে না সেটা কি হয়? শরীরে কেবল প্যান্টি, নীল স্ট্রিং টপ এবং উজ্জ্বল নীল ব্লেজ়ারে উষ্ণতা ছড়ান উরফি।

এগুলি শেয়ার করে আবার উরফি লেখেন যে এটা তোমার পৃথিবী। তুমি সবার মতো হবে না। নিজের মতো হও। তারা বোঝে না তবুও যেটা তোমার করণীয় সেটাই করবে। বাকিরা মানিয়ে নেবে। এই বার্তা শুধু নিজের জন্যে নয়, যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সবাইকে এই বার্তা দেন উরফি।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

You cannot copy content of this page