কৈলাস খেরের দেশাত্মবোধক নতুন গানে কণ্ঠ দিলেন অমিত শাহ-রাজনাথ সিং! সেনাদের বীরত্বে শ্রদ্ধাঞ্জলি দুই কেন্দ্রীয় মন্ত্রীর, নেটদুনিয়ায় ভাইরাল মিউজিক ভিডিও!

দেশাত্মবোধক গান কিংবা সেনা-জওয়ানদের বীরত্বকে ঘিরে আবেগঘন মুহূর্ত – ভারতীয় সংস্কৃতির অংশ হিসেবে বহুবার সামনে এসেছে। কিন্তু এইবারের ঘটনা যেন অন্যরকম। গানের মাধ্যমে দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন দেশের দুই কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁদের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় গায়ক ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৈলাস খের।

সম্প্রতি মুক্তি পেয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও, যার শিরোনাম ‘ভারতীয় সেনা’। শনিবার মুক্তি পাওয়া এই গান ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গানটি পাঁচ লক্ষেরও বেশি মানুষ শুনেছেন ও দেখেছেন। গানটির প্রতিটি দৃশ্যেই ফুটে উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের চিত্র। গান প্রকাশের সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসার ঢল নামে।

গানটির অন্যতম বিশেষত্ব হল এর কণ্ঠদান। গানের শুরুতেই শোনা যায় রাজনাথ সিংয়ের কণ্ঠে আবৃত্তি, যেখানে তিনি সেনাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরেন। অন্যদিকে অমিত শাহের কণ্ঠে ধরা পড়ে সীমান্তরক্ষী জওয়ানদের অদম্য সাহসের কাহিনি। সব মিলিয়ে গানের পরিবেশনা এক ভিন্ন মাত্রা পেয়েছে। গানটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে তৈরি হলেও আবেগের জায়গায় কোনও কমতি রাখা হয়নি।

এই প্রসঙ্গে কৈলাস খের জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর শক্তি, আত্মবিশ্বাস এবং আত্মত্যাগকে সামনে আনা। তিনি বলেন, “আমার গানে আমি দেশমাতৃকার রক্ষকদের গৌরবগাথা ফুটিয়ে তুলতে চেয়েছি, যা আজ গোটা বিশ্ব প্রত্যক্ষ করছে।” জানা গিয়েছে, এই মিউজিক ভিডিও তৈরি করতে প্রায় তিন মাস সময় লেগেছে। গানের সুর ও আবহ যেন এক নতুন উদ্দীপনা জাগিয়েছে সাধারণ মানুষের মনে।

আরও পড়ুনঃ দিনদুপুরে রাস্তায় হেন’স্থা! শহরের মাঝরাস্তায় গাড়ি ঘেরাও করে কাঁচে একের পর এক আঘাত! জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে লক্ষ্য করে অশ্লী’ল আচরণ দুষ্কৃ’তীদের! আইন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন!

উল্লেখযোগ্য বিষয় হল, এই গানটি শুধুমাত্র কৈলাস খেরের ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই প্রস্তাব এসেছিল এই ধরনের একটি গান বানানোর। সেই প্রস্তাব মেনে কৈলাস খের গড়ে তোলেন এই দেশাত্মবোধক গান। ভিডিওর প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে কর্তব্যরত সেনাদের কর্মকাণ্ড। আর সেই গানেই কণ্ঠ মেলালেন দেশের দুই কেন্দ্রীয় মন্ত্রী। একদিকে যেমন শিল্প ও সংগীতের মাধ্যমে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হল, অন্যদিকে সাধারণ মানুষের হৃদয়ে দেশপ্রেমের আবেগ আরও গভীর হল।