“প্রসেনজিৎ বা জিৎকে কখনও ‘জেন্টস সুপারস্টার’ বলা হয়েছে? শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ কেন বলা হবে!” “স্টার কি শুধু পুরুষরাই! নারীদের ক্ষেত্রে কেন আলাদা ট্যাগ?”— শুভশ্রীকে কেবল ‘সুপারস্টার’ বলার দাবিতে, টলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে সরব অরিত্র!

বেশ কিছুদিন যাবত সমাজ মাধ্যমে দেব (Dev) শুভশ্রীকে (Subhashree Ganguly) নিয়ে তরজা উঠেছে তুঙ্গে। ঘটনার সূত্রপাত আগের মাসের শুরুতেই ধুমকেতু (Dhumketu) ছবির প্রচারে, দুই প্রাক্তনের এক মঞ্চে একসঙ্গে উপস্থিত হওয়া নিয়ে। সেই সময় অবশ্য আপামর জনসাধারণ তাদের ‘দেশু’ জুটিকে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন। কিন্তু চিত্রটা পাল্টাতে শুরু করে ছবি মুক্তির পর। প্রথমত স্পেশাল স্ক্রিনিংয়ে অনুপস্থিত ছিলেন শুভশ্রী। দ্বিতীয়ত এক সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা যায়, শুভশ্রীর মধ্যে আর ইনোসেন্স নেই মা হওয়ার পর।

এমনকি ২০২৫ এ ধুমকেতু তৈরি হলে, শুভশ্রীকে তিনি নিতেন না। এই কথাতেই ঝড় ওঠে সমাজ মাধ্যমে। শুভশ্রী নিজেও জানান, এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক। যদিও দেব পরে বলেন, তার কথাকে বিকৃত করা হয়েছে। তিনি সব সময় সম্মান দিয়েই কথা বলেছেন নিজের প্রাক্তনকে। এই সবকিছুর মধ্যে ‘ধুমকেতু’কে কেন্দ্র করে, এই দুই তারকার নামের আগে জুড়েছে নতুন তকমা। দেব হয়েছেন ‘মেগাস্টার’ আর শুভশ্রী ‘লেডি সুপারস্টার’। দুই পক্ষের অনুরাগীরা যখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে ব্যস্ত,

ঠিক তখনই টলিউডের এক সময়ের জনপ্রিয় শিশু অভিনেতা ‘অরিত্র দত্ত বণিক’, শুভশ্রীর নতুন নামকরণ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন আর অনুরাগীদের জন্য রেখে গেলেন গভীর এক প্রশ্ন! এদিন তিনি এক সাক্ষাৎকারে বলেন, “স্টার কি শুধু পুরুষরাই হয়? নারীদের ক্ষেত্রে কি কোনও আলাদা নিয়ম আছে? শুভশ্রী গাঙ্গুলীকে ‘লেডি সুপারস্টার’ ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এই লেডি শব্দটাতেই আমার আপত্তি। একজনকে স্টার বলার ক্ষেত্রেও কি লিঙ্গ বৈষম্য আনা যায়!

টলিউডের জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা জিৎকে কি আমরা কখনও জেন্টস সুপারস্টার বলি? তাহলে নারীদের ক্ষেত্রে এমনটা হবে কেন! শুভশ্রী নিজের অভিনয় দিয়ে প্রমাণ করে দিয়েছেন, এই জায়গার সে যোগ্য। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ হোক বা ‘গৃহপ্রবেশ’ এবং ‘ইন্দুবালা’র মতো ছকভাঙ্গা চরিত্র, বলতেই হবে কোনও তুলনা নেই। অনুরাগীর সংখ্যাও নেহাত অভিনেতাদের থেকে কম না। বড় ফ্যান ক্লাব রয়েছে, পোস্টারে তার মুখ দেখেই হাজার হাজার টিকিট বিক্রি হয়।

আরও পড়ুনঃ “বলিউডে দীপিকা, বাংলায় আছে মিমি!” “আমি আছি সঙ্গে বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী!”— শুভশ্রীর প্রশংসায় লজ্জায় রাঙা মিমি, তারপরেই এক অপরকে প্রকাশ্যে চুম্বন! সমাজ মাধ্যমে রীতিমত ঝড় তুললেন, রাজের প্রাক্তন প্রেমিকা আর বউ!

লাখ লাখ মানুষ তাঁর ভক্ত, বাংলা ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিপশন এসেছিল কিন্তু তাঁর সিরিজের জন্যই। যদি তাকে লিঙ্গের কারণে ‘ক্লাসিফাই’ করে দেওয়া হয়, তাহলে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে যারা এই পেশায় আসতে চাইছে, তারা নিজেকে দুর্বল মনে করবে। আমার মতে ‘লেডি’ নয় শুধুমাত্র ‘সুপারস্টার’ টাইটেলটা যোগ্য শুভশ্রী!” উল্লেখ্য, অরিত্র ২০০৯ সালে দেব এবং শুভশ্রী দু’জনের সঙ্গেই শিশু শিল্পী হিসাবে ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবিতে নজর কারা অভিনয় করেছিলেন। ইতিমধ্যেই দেবের সঙ্গে আরেকটি কাজ মুক্তির অপেক্ষায়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।