মন খারাপের খবর! স্টার জলসার ভক্তদের জন্য দুঃসংবা’দ! একসঙ্গে বিদায় নিতে চলেছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক! ঝাঁপ পড়ছে কোন ধারাবাহিকগুলির?

টেলিভিশন দুনিয়ায় ধারাবাহিক হঠাৎ শুরু বা হঠাৎ শেষ হওয়াটা নতুন কিছু নয়। দর্শকদের রুচি, গল্পের ধারা কিংবা নতুনত্বের খোঁজ সব মিলিয়েই চ্যানেলগুলি সময় সময় আনে নতুন ধারাবাহিক। কিন্তু সেই জায়গায়ই তৈরি হয় দুঃখের মুহূর্ত, কারণ নতুন গল্পের জন্য পুরনো প্রিয় ধারাবাহিকগুলিকেই জায়গা ছাড়তে হয়।

ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় আসতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। মধুমিতা সরকার এবং রনিতা দাস অভিনীত নতুন সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়েছে, যা দেখে দর্শকদের কৌতূহল বেড়ে গিয়েছে। শোনা যাচ্ছে আরও বেশ কয়েকটি নতুন মেগা আসতে পারে চ্যানেলের তরফ থেকে। ফলে এই নতুন সূচনার আড়ালে যে ঝড় বইতে চলেছে, তা নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়েছে টেলিপ্রেমীদের মনে।

নিয়ম অনুযায়ী যখনই নতুন ধারাবাহিক শুরু হয়, তখনই পুরনোগুলিকে বিদায় জানাতে হয় পর্দা থেকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী, এবার শেষ হতে চলেছে তিনটি পরিচিত মেগা, যেগুলির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন দর্শকেরা। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সামাজিক মাধ্যমে মন খারাপের কথা জানিয়েছেন।

সূত্রানুসারে, এই তালিকায় প্রথম নাম উঠে এসেছে গীতা এলএলবি ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে কম টিআরপি-র কারণে সমস্যায় পড়ছিল এই সিরিয়াল। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষ নাকি সিদ্ধান্ত নিয়েছেন, খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে এই মেগা। পাশাপাশি আরও দুটি জনপ্রিয় ধারাবাহিকের ভাগ্য নিয়েও তৈরি হয়েছে সংশয়।

আরও পড়ুনঃ “শাঁখা-সিঁদুর-সংসার আমি খুব ভালবাসি!” “সিঁদুরখেলা মানেই শক্তির উদযাপন, ওটা কি শুধু বিবাহিত মহিলারাই খেলতে পারেন?”— বিচ্ছেদের পর দুর্গাপুজোয় সিঁদুরখেলা নিয়ে বিতর্কিত মন্তব্য সুস্মিতার! তবে কি সংসারে ফেরার ইঙ্গিত দিলেন তিনি?

শোনা যাচ্ছে, আগামী দিনে নতুন শো-এর জায়গা করে দিতে পর্দা থেকে বিদায় নিতে পারে কথা এবং শুভ বিবাহ ধারাবাহিকও। দুটি সিরিয়ালেরই রয়েছে নির্দিষ্ট ভক্তশ্রেণি, যারা প্রতিদিনই অপেক্ষা করেন প্রিয় চরিত্রগুলির গল্প দেখার জন্য। তাই এই খবর সামনে আসতেই তাঁদের মন ভেঙে গিয়েছে। তবে একই সঙ্গে নতুন ধারাবাহিকের অপেক্ষাতেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে অনেক দর্শকের মধ্যে। এখন দেখার বিষয়, কোন নতুন গল্প পুরনো প্রিয় চরিত্রদের জায়গা নিতে পারে দর্শকের হৃদয়ে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।