“মোটা সুস্মিতা”, “হাতি সুস্মিতা”—নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন সুস্মিতা রায়! জিম ও সঠিক খাদ্যাভ্যাস থাকা সত্ত্বেও কেন তার চেহারায় এমন পরিবর্তন? ৭ মাসে কী ঝড় বয়ে গেছে তার সঙ্গে জানেন?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সুস্মিতা রায়। জনপ্রিয় এই অভিনেত্রীকে দর্শক ছোটপর্দায় বহুবার ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন। কিন্তু শুধুমাত্র অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বারবার তিনি এসেছেন আলোচনায়। কখনও ব্যক্তিগত সম্পর্কে ভাঙন, আবার কখনও প্রকাশ্যে করা মন্তব্যের কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

কিন্তু সম্প্রতি আরও একটি কারণে আলোচনায় এলেন সুস্মিতা। সামাজিক মাধ্যমে কিছুদিন ধরেই তার চেহারা নিয়ে নানারকম কটাক্ষ করা হচ্ছিল। কেউ লিখেছেন— “মোটা সুস্মিতা”, আবার কেউ তাকে ব্যঙ্গ করে বলেছেন— “হাতি সুস্মিতা”। এতদিন চুপ থাকলেও, এবার আর নীরব থাকলেন না অভিনেত্রী। নিজের ব্যক্তিগত পরিস্থিতি তুলে ধরে তিনি জানালেন কেন তার শারীরিক পরিবর্তন হয়েছে।

Susmita Roy sparks Debate With Her Statement On Sindoor Khela Ahead Of Durga Puja

অভিনেত্রীর কথায়, তার কোমরে গুরুতর সমস্যা তৈরি হওয়ায় দীর্ঘ সময় ধরে তাকে ডাক্তারি পরামর্শে বিছানায় থাকতে হয়েছে। নিয়মিত ব্যায়াম বা জিম করার সুযোগই পাননি তিনি। এর সঙ্গে জীবনের একাধিক মানসিক ধাক্কা এবং ডিপ্রেশনের সময়কালও তার শরীরের উপর প্রভাব ফেলেছে। ফলে স্বাভাবিকভাবেই তার ওজন বেড়ে যায়।

তবে শুধু এখানেই থেমে থাকেননি সুস্মিতা। তিনি আরও বলেছেন, জিম করলেই যে সঙ্গে সঙ্গে শরীর বদলে যাবে তা নয়, বরং সেটাকে নিয়মিত মেন্টেন করতে হয়। জীবনের নানা ঘটনার চাপে সেই সুযোগ তার হয়নি। কিন্তু তাই বলে কাউকে না জেনে, তার শারীরিক অবস্থা বা মানসিক পরিস্থিতি সম্পর্কে ধারণা না রেখেই শরীর নিয়ে কটাক্ষ করা মোটেই সঠিক নয়।

আরও পড়ুনঃ বহুদিনের অপেক্ষার অবসান, মানসিক অব’সাদ কাটিয়ে এবার ছোটপর্দায় কামব্যাক করছেন অনামিকা! ‘এখানে আকাশ নীল’-এর হিয়া ফিরছে নতুন ধারাবাহিকে! জনপ্রিয় চ্যানেলের হাত ধরেই শুরু হচ্ছে অভিনেত্রীর নয়া ইনিংস!

অভিনেত্রীর বার্তা ছিল স্পষ্ট অন্য কারও ব্যক্তিগত জীবন বা শরীর নিয়ে মন্তব্য করার আগে একবার ভেবে দেখা উচিত। কারণ, প্রত্যেক মানুষেরই নিজের লড়াই রয়েছে, যা বাইরের চোখে সবসময় ধরা পড়ে না। তাই সহানুভূতিশীল হওয়া উচিত, কটাক্ষ নয়। আর সেই কারণেই এবার খোলাখুলি নিজের অবস্থান জানালেন সুস্মিতা রায়।