আর জি কর আন্দোলনে প্রতিবাদী হ‌ওয়ার জের! শহরে বাতিল হল অভিনেত্রীর তিনটে খুঁটিপুজোর অনুষ্ঠান, শহর ছাড়ছেন অভিনেত্রী?

দুর্গাপুজোর সময় প্রতিটি শিল্পী বা অভিনেতার জন্য ব্যস্ততা তুঙ্গে থাকে। কিন্তু কখনো কখনো নানা রাজনৈতিক বা সামাজিক কারণে কিছু পরিকল্পনা বাতিল হয়ে যায়, যা তাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। গত বছরও এমনই ঘটেছিল, যখন দেবলীনা দত্তকে কিছু দুর্গাপুজো অনুষ্ঠানে দেখা যায়নি। এবারও তার গল্প বিশেষ আকর্ষণ ছড়াচ্ছে।

আরজি কর আন্দোলনের সময় দেবলীনা দত্তকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বহুবার। এই কারণে টলিপাড়ায় তাঁর কাজ পাওয়ায় সমস্যা হয়েছিল বলে অভিনেত্রী আগে জানিয়েছিলেন। গত বছরও দুর্গাপুজো সংক্রান্ত অনেক কাজ শেষ মুহূর্তে বাতিল হয়েছিল, যা দর্শক ও শিল্পী উভয়ের জন্যই চমকপ্রদ ছিল। তবে এবার কি পরিস্থিতির বদল ঘটেছে, তা নিয়ে কৌতূহল রয়েছে।

দেবলীনা নিজেই জানালেন, “গত বছরের পরিস্থিতি এখনো অপরিবর্তিত। এবার তিনটে খুঁটিপুজোর প্রস্তাব এসেছিল, কিন্তু পরে কর্মকর্তাদের পক্ষ থেকে তা বাতিল করা হয়েছে। সেজন্য অন্য যে প্রস্তাব এসেছে, তাতে বিশেষ উৎসাহ দেখাইনি। যারা ফোন করেছেন, তাঁদের আমি সতর্কভাবে বলতে চেষ্টা করেছি যেন সব পক্ষের সুবিধা ও অসুবিধা যাচাই হয়।”

অভিনেত্রী আরও স্পষ্ট করলেন যে, পশ্চিমবঙ্গে কাজ না পেলেও বাইরে সুযোগের অভাব নেই। “বেঙ্গালুরুতে আমার কাজের আগ্রহ অনেক। এবার পুরো পুজো আমি সেখানে থাকব। এখানে দশটা পুজোর সঙ্গে আলোচনা হয়েছে এবং পুজো পরিক্রমায় অংশ নেওয়ার পরিকল্পনায় নিয়োজিত থাকব। আগে ও এই শহরে পুজোর সময় কাজ করেছি, এবারও তা করবে।”

আরও পড়ুনঃ নিজের মেকআপ আর্টিস্টের বিরুদ্ধেই ৩২৩ ধারায় মামলা! মেকআপের নামে র’ক্তার’ক্তির অভিযোগ অভিনেতা জিতু কমলের! কী হয়েছে অভিনেতার সঙ্গে? এখন কেমন আছেন তিনি?

টলিপাড়া শিল্পীদের মধ্যে এই ধরনের পরিস্থিতি নতুন নয়। আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক শিল্পীই কাজ পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই প্রসঙ্গে অপর্ণা সেন মন্তব্য করেছেন, সকলে মিলেই প্রতিবাদ করা উচিত। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি জানান, কাজের সংখ্যা কমে গেছে। তবে দেবলীনার জন্য এক আশার কথা হলো, তিনি শহরের বাইরে সঠিকভাবে কাজ করে শ্রীহর্ষ ও উৎসাহের সঙ্গে পুজো উদযাপন করবেন।