শারদোৎসব মানেই সিনেমা হলে নতুন ছবির ভিড়। দর্শকরা পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেন মাসখানেক আগে থেকেই। তবে এই আনন্দের মরশুমেই বারবার সামনে আসে শো বণ্টন নিয়ে লড়াই। পুজোর সময় কোন ছবিকে কতগুলি শো দেওয়া হবে, সেই প্রশ্নেই এখন উত্তপ্ত টলিউড।
এবারের পুজোয় মূলত চারটি ছবি— রঘু ডাকাত, রক্তবীজ ২, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই— বড় পর্দায় মুক্তি পাচ্ছে। দর্শকের মন জয় করতে ছবিগুলির মধ্যে প্রত্যেকটিরই আলাদা প্রত্যাশা রয়েছে। কিন্তু অভিযোগ উঠছে, সংসদ অভিনেতা দেবের ছবি রঘু ডাকাত অন্যদের তুলনায় বেশি শো পাচ্ছে। ফলে অন্য ছবির পরিচালক-প্রযোজকদের ক্ষোভ বাড়ছে।
এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রক্তবীজ ২-এর অন্যতম পরিচালক ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেক ছবিই সমানভাবে শো পাবে, অন্তত সিঙ্গেল স্ক্রিনে একটি করে। কিন্তু যদি দেখা যায় কোনও নির্দিষ্ট ছবি একাধিক শো পাচ্ছে, তবে বাংলা সিনেমাকে একসঙ্গে বাঁচানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা প্রশ্নের মুখে পড়বে। তিনি স্পষ্ট জানান, “আমরা ভেবেছিলাম সব ছবিই সমান জায়গা পাবে, কিন্তু বাস্তবে যদি অন্য কিছু হয়, তাহলে সেটা আমাদের ভাবনার সঙ্গে যায় না।”
কিছুদিন আগে হিন্দি ও ইংরেজি ছবির দাপটে বাংলা ছবির শো কমে যাওয়া নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন দেব নিজেই। তখন প্রায় সবাই তাঁর পাশে দাঁড়ান। কিন্তু এবার বাংলা ছবির মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে। শিবপ্রসাদ বলেন, “যখন অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই হয়, তখন আমরা একজোট হই। কিন্তু নিজেদের ছবির মধ্যে লড়াই শুরু হলে কেউ পাশে থাকে না।” তাঁর কথায়, এটি বাংলা ছবির জন্যই বড় সংকট।
আরও পড়ুনঃ চতুর্থ স্তরের ক্যা’ন্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী! অস্ত্রোপচারের দরজা বন্ধ, কেমোই একমাত্র ভরসা! চিকিৎসকের ভাষায় বাঁ’চার সম্ভাবনা ক্ষীণ, তবুও হাল ছাড়ছেন না তিনি!
পরিচালক আরও মনে করিয়ে দেন, প্রতিটি ছবিই প্রযোজকের কাছে সেরা। তাই সমান সুযোগ দেওয়া উচিত। পুজোর পর কোন ছবি দর্শকের কাছে বেশি জনপ্রিয় হচ্ছে, সেই সিদ্ধান্ত তখন হলে মালিকদের নেওয়া উচিত। তবে পুজোর মরশুমে অন্তত সমানভাবে বণ্টন নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, ব্যক্তিগত আক্রমণ না করে যুক্তির ভিত্তিতেই কথা বলা উচিত। সব মিলিয়ে প্রশ্ন উঠছে— এবার কি সত্যিই বাংলা ছবির ঐক্যে ফাটল ধরল? নাকি শেষ মুহূর্তে কোনও সমাধান বেরোবে? এখন সেদিকেই তাকিয়ে টলিউড।