জীবনযুদ্ধে জয়ী নারীদের প্রেরণা জোগাতে টলি নায়িকার নতুন উদ্যোগ! ঋতুপর্ণা সেনগুপ্ত এবার সিনেমার পর্দা ছেড়ে সত্যিকারের জীবনের মঞ্চে—বাংলার আসল লক্ষ্মীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী!

লক্ষ্মীপুজোর মরসুমে টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে এবার দেখা যাবে এক ভিন্ন ভূমিকায়। নিজের দীর্ঘ অভিনয়জীবনে যেমন তিনি বড় পর্দা কাঁপিয়েছেন, তেমনই ইন্ডাস্ট্রির কঠিন সময়েও পাশে থেকেছেন সহকর্মীদের। তবে এবার তিনি হাজির হচ্ছেন এমন এক মঞ্চে, যা বাংলার অসংখ্য সাধারণ মহিলাদের জীবনযুদ্ধকে তুলে ধরে। সান বাংলার রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে লক্ষ্মীদের গল্প শুনবেন তিনি, আর তাঁদের সাহস জোগাবেন নিজের উপস্থিতি দিয়ে।

শো-টির জনপ্রিয়তা ইতিমধ্যেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। প্রথম সিজনের সাফল্যের পর বর্তমানে চলছে দ্বিতীয় সিজন। প্রতি মাসেই একটি করে “মান্থলি ফিনালে” অনুষ্ঠিত হয়, যেখানে বাছাই করা প্রতিযোগীরা অংশ নেন। ঠিক সেই মঞ্চেই এবার উপস্থিত থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বহু মহিলার স্বপ্ন পূরণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে লড়াই করা মহিলাদের আত্মবিশ্বাস জোগাতে এই অনুষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনই তাদের জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছেন হাজারো দর্শক।

শুধু প্রতিযোগিতার খেলাই নয়, অনুষ্ঠানটির ভিন্ন রকম সামাজিক দিক রয়েছে। মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দুঃখ-সুখের কাহিনি, প্রত্যেক নারীর নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই—সবটাই ধরা পড়ে এই মঞ্চে। সেই কারণেই ঋতুপর্ণার উপস্থিতি যেন এক বাড়তি উচ্ছ্বাস এনেছে। তিনি নিজেই বলেছেন, “শোয়ের লক্ষ্মীদের দেখে সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। এই অনুষ্ঠান বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করছে। একজন মহিলার পাশে আরেকজন মহিলার দাঁড়ানোই আসল নারী শক্তির প্রকাশ।”

আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। থাকছে জমজমাট বিনোদনের পাশাপাশি ঋতুপর্ণার নিজস্ব পারফরম্যান্সও। বাংলার জনপ্রিয় চলচ্চিত্র থেকে শুরু করে হিন্দি ছবির গানেও নাচের তালে দর্শকদের মাতাবেন তিনি। অন্যদিকে, প্রতিযোগিতারা অংশ নেবেন নানা মজার খেলায় যেমন ‘টাকার খনি’ বা ‘বল ফেলতে টাকা কুলো’। সেপ্টেম্বর ফিনালেতে সর্বোচ্চ বিজয়িনী পাবেন ২ লাখ টাকার পুরস্কার, যা তাঁদের জীবনযুদ্ধে এগিয়ে চলার স্বপ্নকে আরও বাস্তব করে তুলবে।

আরও পড়ুনঃ “নিজেকে নিয়ম ও নিষ্ঠার মধ্যে বেঁধে তোমাকে এগোতে হবে! তুমি সব সময় এটা স্মরণ করবে যে তুমি ঈশ্বরের আশীর্বাদ”— জীবনের সফলতার সহজ মন্ত্র ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন কৌশিকী চক্রবর্তী!

বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এসব মহিলাই সত্যিকারের লক্ষ্মী, যারা সংসারের হাল সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ঋতুপর্ণার মত সফল ব্যক্তিত্ব যখন তাঁদের পাশে দাঁড়ান, তখন সেটি নিঃসন্দেহে এক বড় প্রেরণা। আর এই কারণেই ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ এই পর্ব ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। লক্ষ্মীপুজোর আবহে ঋতুপর্ণার এই উপস্থিতি যেন বাংলার প্রতিটি ঘরে আরও একটু উজ্জ্বল আলো নিয়ে আসছে।