টেলিপাড়ার জনপ্রিয় জুটি ‘রাজা গোস্বামী’ (Raja Goswami) এবং ‘মধুবনি গোস্বামী’ (Madhubani Goswami) শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একে অপরের পরিপূরক। অভিনয়ের পাশাপাশি তারা একসঙ্গে ব্যবসা ও ব্লগিং-এর মতো নানা কাজের সঙ্গে যুক্ত দু’জনে। সমাজ মাধ্যমেও অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। বলতে গেলে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। সম্প্রতি দু’জনের নামানুসারে নামকরণ করে একটি ব্যাগের ব্যাবসা শুরু করেছেন তাঁরা। সেই নিয়ে সমালোচনাও কম হয়নি, যদিও এর পেছনে রয়েছে বিভিন্ন কারণ।
তবে জীবনের এই যাত্রাপথে একে অপরকে পাশে পেয়ে দু’জনেই নিজেদের ভাগ্যবান মনে করেন। মধুবনি এই কথা বারবার উল্লেখও করেন সমাজের মাধ্যমে। এবার পঞ্চমীর সকালে মধুবনি যে বিশেষ বার্তা জানিয়েছেন স্বামীর উদ্দেশ্যে, তাতে আবারও ধরা পড়ল সেই গভীর বন্ধনের ছাপ। এদিন মধুবনি সামাজিক মাধ্যমে দুর্গা মায়ের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর এবং দুর্গা মায়ের কাছে তাঁর কৃতজ্ঞতা অপরিসীম।
বিশেষত তিনি খোলাখুলি জানান যে কোনও কাজের জায়গায় “উপরতলার মানুষকে তেল মেরে চলা” তাঁর কাছে সবসময়ই বিরক্তিকর মনে হয়েছে। তাই নিজের ছোট ব্যবসা থাকার কারণে সেই চাপ থেকে এখন মুক্তি পেয়েছেন বলেই তিনি স্বস্তি পান। ব্যবসা নিয়ে লিখতে গিয়ে মধুবনি আরও জানান, নিজের কিছু করার আনন্দই আলাদা। নিজের উদ্যোগকে তিনি ছোট মনে করেন না, বরং এটিই তাকে স্বনির্ভর করে তুলেছে। এই জায়গায় পৌঁছতে তাঁর পাশে সবসময় যে মানুষটিকে পেয়েছেন,
তিনি আর কেউ নন, রাজা গোস্বামী। মধুবনি স্বীকার করেন, “রাজা আমার সামনে না দাঁড়ালে, কোনও কিছুই সম্ভব হতো না।” পোস্টের শেষে মধুবনি সবার জন্যও শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, দুর্গা মায়ের কাছে তাঁর প্রার্থনা একটাই— পরিবার যেন সুস্থ ও ভালো থাকে। জীবনের বাকিটা খেটেখুটে গড়ে নেওয়া যাবে। তিনি সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ চান যাতে প্রত্যেকের পুজো আনন্দ ও শান্তিতে ভরে ওঠে।
আরও পড়ুনঃ “দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো দেখতেই যদি চান, ‘রঘু ডাকাত’ দেখুন!”— বাংলার মেগা স্টার দেবের সিনেমা নিয়ে ফের খোঁচা কুণাল ঘোষের! দলীয় সাংসদকেই কেন নিশানায় রাখছেন তিনি? তবে শুধুই ছবি, নাকি পিছনে রয়েছে কোনও রাজনৈতিক কারণ?— প্রশ্ন উঠছে নেটপাড়ায়!
রাজা-মধুবনির এই আন্তরিক বার্তা নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ার বয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, এভাবেই একে অপরকে ভরসা করে এগিয়ে যাওয়াই প্রকৃত দাম্পত্যের সাফল্য। যদিও বরাবরের মতো সমালোচনা পেছন ছাড়েনি তাদের। অনেকেই বলেছে এই শুভেচ্ছা বার্তার মধ্যে লুকিয়ে আছে দম্ভ। যেভাবে উনি ‘তেল মারা’ শব্দটি প্রয়োগ করেছেন, সেটা মোটেও এই বার্তার সঙ্গে যায় না! দুর্গাপুজোর আবহে তাদের এই কথাগুলো মানুষের মনে আরও বেশি দাগ কেটেছে।
“দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো দেখতেই যদি চান, ‘রঘু ডাকাত’ দেখুন!”— বাংলার মেগা স্টার দেবের সিনেমা নিয়ে ফের খোঁচা কুণাল ঘোষের! দলীয় সাংসদকেই কেন নিশানায় রাখছেন তিনি? তবে শুধুই ছবি, নাকি পিছনে রয়েছে কোনও রাজনৈতিক কারণ?— প্রশ্ন উঠছে নেটপাড়ায়!