পূজোর মাঝেই শেষ হয়ে গেল দু’বছরের কথার পথ চলা! সাহেব-সুস্মিতার চোখে জল! ‘এত তাড়াতাড়ি যদি গল্প শেষ করতে হয় তাহলে লিপ নেওয়ার কি দরকার ছিল?’ প্রশ্ন তুলছেন নেটিজেনরা

দু’বছরের পথচলা শেষে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) ইতি টেনেছে শুটিংয়ের। পুজোর আগে শুটিং শেষ হয়ে যাওয়ায় সেট জুড়ে এখন এক অদ্ভুত আবেগময় পরিবেশ ছিল গতকাল। অন্তিম দৃশ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চোখের কোণে জমে ওঠে জল, যদিও কাজের মধ্যে ডুবে থাকা মানুষগুলো সেটা যতটা সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করেন। তবে চোখ তো মনের কথা ফাঁস করে দেয়! সেটের বাতাসেই যেন একটা বিষণ্ণতাই সেটা প্রমাণ করল।

শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পেছনেও গড়ে উঠেছিল একটা পরিবার। দুপুরবেলার জমজমাট খাওয়া-দাওয়াই হোক বা দীর্ঘ দিনের শুটিংয়ের ক্লান্তি— সব কিছুতেই ছিল একসঙ্গে থাকার অভ্যাস। শেষ দিনেও সেই অভ্যাস ভাঙেনি। পাঁঠার মাংস, ভাত, চাটনি আর মিষ্টির এলাহি আয়োজন, খেতে খেতে সবাইকে বলতে শোনা গেল, “শেষ দিনও আমরা একসঙ্গেই আছি।” এমনকী রাতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ‘র‌্যাপ আপ’ ঘোষণাতেও এই কথা শোনা যায়।

এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের রসায়ন দর্শকদের মন জয় করেছিল শুরু থেকেই। ‘কথা’ আর ‘এভি’ নামের এই দুই চরিত্র দর্শকদের কাছে হয়ে উঠেছিল খুব চেনা, পরিবারের সদস্যদের মতো। নানা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন তাঁরা, শুধু চরিত্রে নয়, বাস্তবেও গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। শেষ দিনের শুটিংয়েও তাঁরা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, মনখারাপ যে ঢেকে রাখা গেল না, তা বুঝে নিতে অসুবিধাও হয়নি কারোর।

ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেত্রী রাইমা সেনগুপ্তের চোখে যেন এই কাজটা শুধু একটি প্রজেক্ট ছিল না, এটা ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রথম দিন থেকেই এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত রাইমার কথায়, “সবটা পেয়েছি এই ধারাবাহিক থেকেই।” কিছু মাস আগেই তাঁর পর্দার বিয়ের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল, সেই সময়কার স্মৃতি আজ আরও বেশি করে ফিরে আসছে। কাজের ক্লান্তির চেয়ে সম্পর্কের টানটাই যেন আজ বড় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ শত ব্যস্ততার মধ্যেও চোখ এড়ালো না অসহায়তার আর্তি, ক্যা’ন্সার আক্রান্ত এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন দেব! মেগাস্টার প্রমাণ করলেন মানবতা এখনও বেঁচে আছে, এই উদ্যোগ ছুঁয়ে গেল হাজারো মন!

শুধু দর্শক নয়, গোটা ইউনিটের মাঝেও এই ধারাবাহিকের প্রতি ভালোবাসা স্পষ্ট। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই যে নতুন ধারাবাহিক আসতে চলেছে, এবং হয়তো বন্ধ হয়ে যাবে ‘কথা’। এবার সেই গুঞ্জনেই সত্যতার সিলমোহর বসালেন রাইমা নিজেই। সব ঠিক থাকলে সাহেব-সুস্মিতার ‘কথা’ শেষ হবে কালীপুজোর পরে। সময় বয়ে যাবে, চরিত্র বদলাবে, কিন্তু কিছু সম্পর্ক, কিছু অনুভূতি থেকে যাবে– ‘কথা’র সেটে তারই প্রমাণ মিলল অন্তিম পর্বের শুটিংয়ের দিন। যদিও সোশ্যাল মিডিয়ায় দর্শকরা প্রশ্ন তুলছেন এত তাড়াতাড়িই যদি একটি ধারাবাহিককে শেষ করে দিতে হয় তাহলে লিপ নেওয়ার কি প্রয়োজন ছিল?