বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন মুখ আসছে, নতুন নতুন জুটি তৈরি হচ্ছে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু কিছু অনস্ক্রিন জুটি এমনভাবে দর্শকের মনে দাগ কাটে যে তারা হয়ে ওঠে বিশেষ। সেই তালিকায় এখন নতুন সংযোজন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং ‘সুস্মিতা দে’ (Susmita Dey)। ‘কথা’ (Kothha) ধারাবাহিকে অগ্নি ও কথার রসায়ন যেন জাদু ছড়িয়েছে পর্দায়। তাদের প্রতিটি দৃশ্যে দর্শক খুঁজে পান এক আলাদা টান, যা অনেকের মতে, শুধুই অভিনয় নয়— এর মধ্যে রয়েছে এক বাস্তব অনুভবও।
শিল্পীর জীবনে কাজের মধ্য দিয়েই যে সম্পর্ক আরও গভীর হয়, তা যেন প্রমাণ করে চলেছেন এই জুটি। ‘কথা’ ইতিমধ্যেই ৬০০ বেশি পর্ব অতিক্রম করেছে, আর ধারাবাহিকের জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে সাহেব-সুস্মিতার অফস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা। বহুবার দেখা গেছে, শুটিংয়ের বাইরেও তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন। এমনকি সাহেবের বাড়িতেও সুস্মিতার যাতায়াত নাকি বেশ ঘন ঘন। যদিও দু’জনেই সম্পর্কের গুজব অস্বীকার করে চলেছেন, তবু দর্শকের কৌতূহল যেন আরও বাড়ছে।
এরই মধ্যে ভক্তদের কেউ কেউ সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন, যা দেখে অনেকে বলছেন, “এই প্রেম আর লুকিয়ে রাখা যাচ্ছে না!” আসলে, সুস্মিতা নিজেও একসময় ছিলেন দীর্ঘ এক সম্পর্কে আবদ্ধ। তাঁর প্রাক্তন প্রেমিক অনির্বাণের সঙ্গে বাগদানও হয়েছিল। কিন্তু ‘কথা’ শুরু হওয়ার কিছুদিন পরেই ভেঙে যায় সেই সম্পর্ক। কারও মতে, সেই বিচ্ছেদের পেছনে নাকি সাহেবের উপস্থিতিই বড় কারণ। আবার অনির্বাণের দাবি ছিল, অভিনয়ে নিজের জায়গা পাকা করতেই নাকি সুস্মিতা তার থেকে দূরে সরে যান।
তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুস্মিতা যেন নিজের মনের দরজাই খুলে দিলেন। তাঁর কথায়, “আমি পাঁচকমশাইয়ের প্রেমেই সারা জীবন থাকতে চাই! কথা আর অগ্নিকে যেমন হাজার ঝড় ঝাপটাও আলাদা করতে পারেনি, সাহেব-সুস্মিতাকেও পারবে না। আমাদের সম্পর্ক আজীবন এরকমই থেকে যাবে।” অন্যদিকে সাহেবের বক্তব্য, “সুস্মিতার সঙ্গে থেকে যেটা শিখেছি, সেটা হলো অসীম ধৈর্য। পুরো একটা বাচ্চা সামলানোর মতো, সুস্মিতার সঙ্গে থাকা।” এমন খোলামেলা স্বীকারোক্তির পর থেকেই নেটপাড়ায় শুরু নতুন জল্পনা!
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ভয়াবহ ধস! পাহাড়ে ঘুরতে গিয়ে বিপদে অভিনেত্রী মানসী সেনগুপ্ত! পরিবারের সঙ্গে আটকে পড়েছেন পাহাড়ে, উৎকন্ঠায় পরিবার ও ভক্তরা
তবে কি উৎসবের মরসুমেই তারা সম্পর্কের কথা স্বীকার করে ফেললেন? খুব তাড়াতাড়ি কি বাড়িতে চলেছে বিয়ের সানাই? সব মিলিয়ে, সাহেব ও সুস্মিতার এই বন্ধুত্ব, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার গল্প এখন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয়। ‘কথা’ ধারাবাহিকের মতোই তাদের সম্পর্কেও দর্শক খুঁজে পান এক মিষ্টি ছোঁয়া। পর্দা থেকে বাস্তব পর্যন্ত এই রসায়ন ঠিক কতটা গভীরে গিয়েছে, তা সময়ই বলবে। কিন্তু ভক্তদের আশা, একদিন হয়তো সত্যিই জনপ্রিয় জুটির বাস্তবেও সংসার পাতবে।