ভারত খ্যাত গায়ক জুবিন গার্গের মৃ’ত্যু নিয়ে ধোঁয়াশা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। অসমের প্রিয় সংগীত তারকার মৃ’ত্যু এখন রহস্যের জালে জড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। আর তাদের হাতেই এসেছে এক বিস্ফোরক তথ্য — মৃ’ত্যুর আগেই জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন!
এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সরাসরি ইডি (Enforcement Directorate)-কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আশা করি কেন্দ্রীয় সংস্থা বিষয়টি গভীরভাবে তদন্ত করবে। প্রয়োজনে আর্থিক দিকও দেখা হবে।”
ইতিমধ্যেই SIT গ্রেফতার করেছে জুবিনের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহান্ত এবং সঙ্গীতশিল্পী অমৃতপ্রভ মহান্তকে।
এদিকে জুবিনের মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগও উঠছে। অনুরাগীরা প্রশ্ন তুলছেন — মৃগীরোগে আক্রান্ত জুবিনকে কেন লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে নামতে দেওয়া হল? ব্যান্ডের আরেক সদস্য পার্থপ্রতিম গোস্বামী অভিযোগ করেছেন, “মৃত্যুর আগের রাতে সিদ্ধার্থ ও শেখরজ্যোতি তাঁকে ঘুমোতে দেয়নি। পরদিন সকালে নিজেদের আনন্দের জন্য ওঁকে জলে নামতে বাধ্য করা হয়। আমি তাঁদের কোনওদিন ক্ষমা করব না।”
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসমের ‘রকস্টার’ জুবিন গার্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুরাগীদের আশ্বস্ত করেছেন — সত্যিটা সামনে আনতেই হবে। প্রয়োজনে CBI তদন্তও শুরু হবে।
আরও পড়ুনঃ কোলে সাত মাসের সন্তান, সঙ্গে ছোট্ট মেয়ে, ১০ ঘণ্টা পাহাড়ি রাস্তায় না খেয়ে চরম দু’র্ভোগে অভিনেত্রী মানসী সেনগুপ্ত!
এখন প্রশ্ন একটাই — জুবিনের মৃত্যুর আড়ালে কি লুকিয়ে আছে এক রহস্যময় আর্থিক চক্র? এক কোটি টাকার সেই লেনদেনই কি সব কিছুর চাবিকাঠি? উত্তর খুঁজছে গোটা অসম।