‘শাড়িটাও পরা যায় অশ্লীলভাবে, আবার শর্ট ড্রেস‌ও ভদ্রতা শিখিয়ে যায়’ — অহনার এক পোস্টেই ফের তোলপাড় নেটপাড়া! মমতা শঙ্করকেই কী তির্যক মন্তব্যে বিঁ’ধলেন অভিনেত্রী?

এক বছর আগে এক মন্তব্যে নেটমাধ্যমে ঝড় তুলেছিলেন মমতা শঙ্কর। তখন তিনি বলেছিলেন, “সব পোশাকই নির্ভর করে কে কীভাবে পরে তার উপর।” সেই সময় শাড়ি পরাকে ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। কেউ বলেছিলেন, শাড়ি কখনও অশালীন হতে পারে না, আবার কেউ দাবি করেছিলেন— পোশাক নয়, মানুষের দৃষ্টিভঙ্গিই আসল। সেই বিতর্কই যেন ফের মাথাচাড়া দিয়ে উঠল অভিনেত্রী অহনা দত্তের সাম্প্রতিক পোস্টে।

দুর্গাপুজোর মরসুমে নিজের নতুন লুকে ঝলমল করছিলেন অহনা। সমাজমাধ্যমে ভাগ করে নেন নীল পাড়ের গোলাপি শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ আর ঐতিহ্যবাহী গয়না পরা একাধিক ছবি। দেখতে যতটা মার্জিত, ততটাই গ্ল্যামারাস। কিন্তু আসল আলোচনার জন্ম দেয় তাঁর ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনটি— “নিজের সাজ নিজের রুচির পরিচয় দেয়। শাড়িটাও পরা যায় অশ্লীল ভাবে, আবার অনেক সময় শর্ট ড্রেসও ভদ্রতা শিখিয়ে যায়!”

অহনার এই মন্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, এই কথাগুলোই যেন ইঙ্গিত করছে মমতা শঙ্করের সেই পুরনো মন্তব্যের দিকেই। কেউ কেউ লিখেছেন, “পুরনো বিতর্ক আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে।” আবার অনেকে অহনার পাশে দাঁড়িয়ে বলেছেন, “তিনি একদম ঠিক বলেছেন। পোশাক নয়, মানসিকতাই মানুষকে সংজ্ঞা দেয়।”

তবে এই প্রথম নয়, অহনা আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। কখনও ব্যক্তিগত জীবন নিয়ে, কখনও খোলামেলা মতামতের জন্য। মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, প্রেমিকের সঙ্গে একত্রবাস— এসব নিয়েও তাঁকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। অথচ প্রতিবারই তিনি নিজের মতো করে জবাব দিয়েছেন, কখনও স্পষ্টভাবে, কখনও নিঃশব্দে নিজের কাজের মাধ্যমে। তাঁর সাম্প্রতিক এই পোস্টও সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

শাড়ি নিয়ে অহনার এই বক্তব্য আসলে পোশাকের সীমা ছাড়িয়ে সমাজের এক বড় প্রশ্ন তুলে দেয়— “অশ্লীলতা”র সংজ্ঞা ঠিক কে ঠিক করে? একজন নারীর পোশাক কি সত্যিই তাঁর চরিত্রের মানদণ্ড হতে পারে? হয়তো অহনার কথার মর্ম এখানেই লুকিয়ে— পোশাক নয়, রুচিই আসল পরিচয়।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার লোকদেখানো সহানুভূতির বাইরে গিয়ে দেব দেখালেন, বিপদের সময় পাশে থাকার মানে কী! বাংলা ইন্ডাস্ট্রির তারকারা যেখানে কার্নিভাল-পোস্টে ব্যস্ত, দেব তখন বাস্তব জীবনেও নায়ক– উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি!

সব মিলিয়ে, এক সাধারণ পুজোর ছবিতেই ফের আলোচনার কেন্দ্রে অহনা দত্ত। কেউ তাঁকে সাহসী বলছেন, কেউ কটাক্ষ করছেন। কিন্তু তর্ক-বিতর্কের ভিড়েও স্পষ্ট, অহনা নিজের মত প্রকাশে পিছপা নন। তাঁর এই সরল অথচ তীক্ষ্ণ মন্তব্য যেন আবারও মনে করিয়ে দিল— ফ্যাশন নয়, সচেতন দৃষ্টিভঙ্গিই সবচেয়ে বড় স্টেটমেন্ট।