বর্তমান বিনোদন দুনিয়ায় অনেক তারকাই এখন অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যবসা শুরু করেছেন। কেউ পোশাকের ব্র্যান্ড খুলছেন, কেউ আবার জুয়েলারি বা ব্যাগ নিয়ে কাজ করছেন। পেশাগত জীবনে স্থায়িত্ব আনতে এবং নিজের পরিচয়কে আরও প্রসারিত করতে অনেক তারকাই এই পথে হাঁটছেন। তবে এই যাত্রা যেমন চ্যালেঞ্জে ভরা, তেমনই নেটিজেনদের তীক্ষ্ণ নজরও থাকে তাদের প্রতিটি পদক্ষেপে।
ছোট পর্দার প্রিয় জুটি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী, যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি একসময় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তারা এখন ব্যাগের ব্যবসা ও ব্লগিং সামলাচ্ছেন। জীবনের এই নতুন অধ্যায়ে তারা যেমন পার্টনার ইন রিয়েল লাইফ, তেমনই ব্যবসায়িক ক্ষেত্রেও একসঙ্গে পথ চলছেন।
সম্প্রতি পুজোর পর মধুবনী এক ভিডিওতে জানান, তিনি একটিও ব্যাগ বিক্রি করতে পারেননি। কিন্তু সেই সত্ত্বেও মানুষের ভালোবাসাকেই তিনি নিজের লাভ হিসেবে দেখছেন। এখান থেকেই শুরু ট্রোলিং। নেটিজেনদের একাংশ দাবি করেছেন, মধুবনী ব্যাগে লোগোর পরিবর্তে ট্যাগ লাগিয়েছেন, যা একেবারে আলাদা ব্যাপার। আর সেই ভুলই নাকি তার ব্যবসার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “লোগো ব্যাগের স্থায়ী পরিচয়, শুধু ট্যাগ লাগালেই সেটা নিজের ব্র্যান্ড হয় না।” কেউ আবার বলেছেন, “রাতারাতি ব্র্যান্ড হওয়ার লোভে মধুবনী কি ভুল পদক্ষেপ নিলেন?” অন্য কেউ কটাক্ষ করেছেন, “পাবলিককে বোকা ভাবলে ভুল হবে, এখন সবাই স্মার্ট।” এইসব মন্তব্যে সোশ্যাল মিডিয়া কার্যত বিভক্ত।
আরও পড়ুনঃ “মঞ্চে অভিনয়ে করেই যদি ভাত-ডাল জোটাতে পারতাম, তাহলে এটা করতাম না!”—ঘাড়ে তীব্র ঋণের বোঝা, এদিকে কর্মহীন! দু’বেলা ঠিক করে দু’মুঠো ভাত খেতে না পেয়ে অবশেষে কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা সত্যম মজুমদার?
তবে শুধুই নেতিবাচক প্রতিক্রিয়া নয়, অনেকেই মধুবনীর আত্মবিশ্বাস ও সাহসকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, চেষ্টা করাই বড় কথা। আগামি দিনে অভিনেত্রী কীভাবে এই বিতর্কের জবাব দেন এবং নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ, রাজা-মধুবনীর জুটি দর্শকদের কাছে সবসময়ই বিশেষ, এবার দেখার পালা ব্যবসায়িক মঞ্চে তাঁরা কতটা সফল হন।