মুম্বই থেকে পুজোর মরসুমেই দেশে ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) , কৃষানু ঘোষ, দেবরাজ ভট্টাচার্য— সবাই মিলে তাঁদের ব্যান্ড ‘হুলিগানইজম’-এর (Hooligaanism) মার্কিন সফর শেষ করে। বিদেশের মঞ্চে তাঁরা ছড়িয়ে দিয়েছিলেন বাংলার সুর, সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছিলেন নিজেদের ব্যতিক্রমী গানে। কিন্তু দেশে ফেরার পরই আসে এক অনাকাঙ্ক্ষিত খবর! পয়লা নভেম্বরের ইউনিটি কনসার্টের (Unity Concert 2025) থেকে বাদ পড়েছে তাঁদের ব্যান্ডের নাম! ফলে প্রশ্ন উঠেছে, এত বড় কনসার্ট থেকে এই জনপ্রিয় দলকে বাদ দেওয়ার নেপথ্যে আসলে কী ঘটল?
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় হুলিগানইজমের অফিসিয়াল সমাজ মাধ্যমের পাতায় প্রকাশিত হয় একটি পোস্ট, যেখানে জানানো হয়, “খবর পাইয়াছি যে ১ নভেম্বরের ইউনিটি কনসার্টের তালিকা হইতে কোনও এক অজ্ঞাত কারণে হুলিগানইজম বাদ গিয়াছে।” পোস্টটিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, এতে যেন কেউ মন খারাপ না করেন, কারণ অনুষ্ঠানটি অন্য সব ব্যান্ডের উপস্থিতিতে দারুণই হবে। কিন্তু শেষের দিকের কিছু বাক্য থেকেই অনুমান তৈরি হয়েছে, বিষয়টি হয়তো শুধুই প্রশাসনিক নয়, এর পেছনে রাজনৈতিক কোনও কারণও থাকতে পারে।
কারণ সেই পোস্টেই ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি খুঁজিবেন না। পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য ও সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।” কথাগুলির সুর যেন ইঙ্গিত করছে, তাঁরা ঠিক এই অভিযোগই এড়াতে চাইছেন। অথচ অনুরাগীদের অনেকেই মনে করছেন, হুলিগানইজমের পুরনো রাজনৈতিক সুরবোধই সম্ভবত তাঁদের আজ এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। অতীতে তাঁদের গানে একাধিকবার দেখা গিয়েছে সমাজ ও রাজনীতির বিরুদ্ধে তির্যক মন্তব্য।
এই ‘ক্যানসেল পোস্ট’ নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়াও দেখা দিয়েছে মিশ্র। কেউ লিখেছেন, “ভালো কিছু করতে গেলেই সমালোচনা আসবেই, সেটাই এখনকার নিয়ম।” কেউ আবার তুলনা করেছেন ফেলুদার সংলাপের সঙ্গে, “পথ সঠিক বলেই বাধা আসছে।” এমনও মন্তব্য এসেছে যে বাংলায় স্বাধীন চিন্তার জায়গা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, যেখানে নতুন সৃষ্টি করার বদলে অতীতের নামেই আঁকড়ে থাকতে হচ্ছে মানুষকে। যেমন একজন বলেছেন, “এবার ভাবার সময় এসে গেছে, পশ্চিমবঙ্গে কি সত্যিই আমরা জীবিত নাকি বেঁচে থাকার চেষ্টা করছি?”
আরও পড়ুনঃ স্টার জলসার নায়িকা থেকে হঠাৎ চরিত্রে বদল! নায়িকা থেকে সোজা পার্শ্ব চরিত্রে! কোন চ্যানেলের নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী রত্নপ্রিয়াকে?
অনেকে আবার হুলিগানইজমকে সাহসী থেকে আরও শক্তভাবে ফিরতে উৎসাহ দিয়েছেন। উল্লেখ্য, পয়লা নভেম্বর দুপুর ২টা থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ইউনিটি কনসার্ট ২০২৫। আট ঘণ্টার এই সংগীত সন্ধ্যায় অংশ নেবে চারটি জনপ্রিয় ব্যান্ড—ফসিলস, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়া এবং চন্দ্রবিন্দু। টিকিট বিক্রিও শুরু হয়েছে, দাম ৬৯৯ টাকা থেকে। দর্শকরা এখন একদিকে যেমন অপেক্ষা করছেন সেই রাতের, তেমনই অনেকের মনেই ঘুরছে প্রশ্ন—কেন নেই অনির্বাণদের দল সেই তালিকায়? আপাতত হুলিগানইজমের সুর থেমে থাকলেও, তাঁদের বার্তা একটাই— “গান বন্ধ হবে না।”






