ফের একসঙ্গে ‘এলা ও গোরার গল্প’ ধারাবাহিকে ফিরছেন গৌরব-শোলাঙ্কি! ‘গাঁটছড়া’র মতোই তিন ভাইয়ের গল্প আসছে স্টার জলসার নতুন মেগাতে! ‘গোরা’র দুই ভাইয়ের চরিত্রে থাকছে বিশেষ চমক! জানেন কারা থাকছেন এই ভূমিকায়?

স্টার জলসায় আবারও ফিরছে এক সময়ের জনপ্রিয় জুটি ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gourab Chatterjee) এবং ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy)। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে, আর সেই থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় তাদের জুটি। সেই পুরনো রসায়ন আবারও ফিরিয়ে আনতে চলেছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। তবে এবার একেবারে নতুন গল্প, নতুন আবহ, নতুন চরিত্র। ‘এলা ও গোরার গল্প’ (Ela O Gorar Golpo) ভিন্ন স্বাদের এক ধারাবাহিক এবার আসছে ছোটপর্দায়।

শোলাঙ্কি রায়ের চরিত্র ‘এলা’ এক গভীর, সাংস্কৃতিক জগতের বাসিন্দা। গান, কবিতা আর আবেগে মোড়া এক স্বপ্নময়ী মেয়ে। নিজের ইতিবাচক মনোভাব আর নিঃস্বার্থ ভালবাসা দিয়েই সে জয় করতে চায় মানুষের মন। তার বিপরীতে রয়েছে গৌরবের চরিত্র ‘গোরা’। যে প্রেমকে সময়ের অপচয় মনে করে, গম্ভীর, বাস্তববাদী এবং কিছুটা রুক্ষ। দুজনের দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা! এখান থেকেই গল্পে তৈরি হবে টানাপোড়েন। দর্শক কৌতূহল থাকবে, এই দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে ধীরে ধীরে কাছে আসবে?

এই ধারাবাহিকের নাম যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু চ্যানেলের তরফ থেকে প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। আর সেই ঝলকেই দর্শক বুঝে গেছেন, ফের একবার পর্দা কাঁপাতে চলেছেন গৌরব-শোলাঙ্কি। ‘গাঁটছড়া’ শেষ হওয়ার পর থেকেই বহু অনুরাগীর অপেক্ষা ছিল, এই জুটিকে আবার কবে দেখা যাবে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো শুটিংও শুরু হয়ে গেছে, সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নায়ক-নায়িকার নতুন লুকে শুটিংয়ের মুহূর্তগুলো।

নতুন এই নতুন ধারাবাহিক কোন স্লটে সম্প্রচারিত হবে, সেটা এখনও পরিষ্কার নয়। যেহেতু ‘কথা’র গল্প ইতিমধ্যেই শেষের দিকে। কালীপুজোর পর ‘কথা’-র শেষ হওয়ার কথা, তাই সময় এবং পরিস্থিতি অনুযায়ী এই নতুন ধারাবাহিক সেই সময়েই শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই ধারাবাহিক শুধু এলা-গোরার গল্প নয়, বরং গোরার পরিবারের তিন ভাইয়ের সম্পর্ক, দ্বন্দ্ব ও আবেগও উঠে আসবে!

আরও পড়ুনঃ “তিন মাসের প্রেগন্যান্সি উধাও! দেশে ফিরে পুজো, নাচগান, অ্যাকশন সব কিছু একসঙ্গে সামলে শুভলক্ষী কি এখন সুপারওম্যান?”- “গাঁজা টেনে গল্প লেখেন নাকি?” ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের গল্প ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা!

‘গাঁটছড়া’র মতোই এই গল্পেও তিন ভাইয়ের চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বড় ভাইয়ের চরিত্রে থাকছেন ‘গৌরব’ এটা আগে জানা গেলেও, বাকি দুই ভাইয়ের চরিত্রে কারা অভিনয় করছেন? সূত্রের খবর, স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোয়া’র দুই পরিচিত মুখ। গোরার মেজো ভাই হিসেবে থাকছেন ‘কৃষ্ণ’ ওরফে কুশাল ঠাকুর এবং ছোট ভাইয়ের চরিত্রে থাকছেন ‘জয়’ নামেই পরিচিত পারাব্দি সিংহ। ভাইদের মধ্যেকার সম্পর্কই এই ধারাবাহিকের অন্যতম চমক হতে চলেছে বলে মনে করছেন দর্শকরা।