“ধ’র্ষণ হতেই থাকে, ধ’র্ষণ আগেও হয়েছে, আগামীতেও হবে!” — দুর্গাপুর ধ’র্ষণকাণ্ডে চিরঞ্জিতের এই বেফাঁস মন্তব্যে ফুঁসে উঠল নেটপাড়া! ‘এরা মরার আগে মানুষের অভিশাপ নিয়ে মরতে চায়!’- কটাক্ষ দর্শকদের!

বাংলা বিনোদন দুনিয়ার অভিনেতা-অভিনেত্রীরা কেবল পর্দায় নয়, বাস্তব জীবনের ঘটনাগুলিতেও মানুষের কাছে এক বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। সমাজে যখনই বড় কোনো ঘটনা ঘটে, তখন দর্শকরা তাকিয়ে থাকেন তাঁদের প্রিয় তারকাদের দিকে—তাঁরা কী বলেন, কী মতামত দেন, সেটাই যেন আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এবারও তেমনই হয়েছে। দুর্গাপুর ধর্ষণকাণ্ডের পর চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে অভিনেতা চিরঞ্জিতের নতুন সিনেমা ‘হাটি হাটি পা’। ইতিমধ্যেই ছবিটির কিছু অংশ দর্শকের সামনে এসেছে এবং সেটা দেখেই নেটিজেনদের একাংশের দাবি, এটি নাকি হিন্দি সিনেমা ‘পিকু’-র হুবহু কপি! তবে চিরঞ্জিতবাবু এ নিয়ে বিশেষ কিছু না বললেও, দর্শকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এর মধ্যেই ফের এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি—আর তা হল দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে তাঁর মন্তব্য।

দুর্গাপুরে ঘটে যাওয়া ভয়াবহ ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুলে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “ধর্ষণ হতেই থাকে, ধর্ষণ আগেও হয়েছে, আগামীতেও হবে। এর কোনও সলিউশন নেই।” তাঁর এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। অনেকেই মনে করেছেন, একজন জনপ্রিয় অভিনেতার মুখে এমন সংবেদনশীল বিষয় নিয়ে এত হালকা মন্তব্য মানায় না।

মুহূর্তের মধ্যেই চিরঞ্জিতবাবুর মন্তব্য ভাইরাল হয়ে পড়ে। কেউ লিখেছেন, “আপনাকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি এখন যেই পার্টিতে আছেন, কথাবার্তাও সেই পার্টির মতোই।” কেউ আবার কটাক্ষ করে বলেন, “যে নায়িকাদের পোশাক খুলিয়ে আপনি সিনেমা বানিয়ে টাকা কামিয়েছেন, এখন তাঁদের পোশাক নিয়েই আপনার এত চিন্তা?”

আরও পড়ুনঃ “জলসার কন্যাদের প্রত্যাবর্তন, ফিরে আসছে স্টারের সোনালি দিন!” “ঠিক যেন ছোটবেলার নস্টালজিয়া ফিরে পাচ্ছি, কাঁপবে টিআরপি!” জলসার একের পর এক জনপ্রিয় অভিনেত্রীদের ফেরা নিয়ে দারুণ উত্তেজিত দর্শকরা!

নেটিজেনদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ কেউ এমনকি অভিশাপও দিয়েছেন অভিনেতাকে। একজন লিখেছেন, “এরা মরার আগে মানুষের থেকে অভিশাপ নিয়ে মরতে চায়।” চিরঞ্জিতবাবু যদিও এখনও পর্যন্ত নিজের মন্তব্যের কোনও ব্যাখ্যা দেননি, তবে এই মন্তব্যে যে তাঁর ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে, তা বলাই যায়।