“মানসিকতা গড়ে ওঠার বয়সেই যদি মা-বাবার দায়িত্ব পালন করে সঠিক শিক্ষাটা না দিই, তাহলে নিজেদের ব্যর্থতা!” “মা-বাবার কাছ থেকে যেটা শিখেছি, সেটাই পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছি”— অকপট কোয়েল মল্লিক! শৈশবে পাওয়া শিক্ষা কীভাবে কাজে লাগাচ্ছেন তিনি?

টলিকুইন ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) শুধুই পর্দার সফল নায়িকা নন, বাস্তব জীবনে তিনি একজন যত্নশীলা মা। ছেলে কবীরের (Kabir) পর গত বছর কোয়েল ও নিসপাল সিং রানে-র জীবনে এসেছে তাঁদের কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন ‘কাব্য’ (Kavya)। এবার দুর্গাপুজোর সময় তাঁরা কন্যার মুখ প্রথমবার প্রকাশ্যে আনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় উঠে এল মা হিসেবে তাঁর দায়িত্ববোধ, সন্তানদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং ছোট ছোট পারিবারিক মুহূর্তের এক আলাদা উষ্ণতা।

কোয়েল বলেন, তিনি চেয়েছিলেন তাঁর সন্তানদের মধ্যে ছোটবেলা থেকেই টুকটাক মান-অভিমানের সম্পর্কটা গড়ে উঠুক। ছোটবেলায় যেটা ছিল আমাদের জীবনের এক মজার অংশ, সেটাই তিনি চান আজকের প্রজন্মও অনুভব করুক। এমনকি এখনই মাঝে মাঝে কবীর মায়ের উপরেও অভিমান করে বকা খেলে। আবার কিছুক্ষণ পরেই হেসেখেলে সব ঠিক হয়ে যায়। তবে শুধু আবেগ নয়, কোয়েল মা হিসেবে যথেষ্ট সচেতনও।

Affection

তাঁর মতে, এই বয়সে বাচ্চারা কী ভুল, কী ঠিক– তা বোঝে না, আর সেই কারণেই এখন থেকেই মা-বাবার সঠিক শাসন জরুরি। শৈশবেই যদি মূল ভিত্তিটা ঠিকভাবে তৈরি না হয়, তাহলে ভবিষ্যতে দায়িত্বপালন কঠিন হয়ে পড়ে। তিনি এক্ষেত্রে নিজেকে মা-বাবার শিক্ষা অনুযায়ী গড়ে তোলা একজন মানুষ বলে মনে করেন। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয় যে, কবীর-কাব্যর মা হিসেবে কোয়েল কি খুব কড়া? নাকি পর্দায় যেমন সহজ-সরল আর নরম দেখা যায়, তেমন একজন বন্ধুর মতো?

Sharthopor, Koel Mallick, Kabir, Kavya, Ranjit Mallick, Kaushik Sen, Anirban Chakrabarti, Sibling Relationship, Brother-Sister Bond, Bengali Film, Property Dispute, Family Drama, Emotional Performance, Joint Family, Tollywood, স্বার্থপর, কোয়েল মল্লিক, কবীর, কাব্য, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ভাইবোন সম্পর্ক, বাংলা সিনেমা, সম্পত্তি বিবাদ, পারিবারিক ছবি, মায়ের অনুভব, যৌথ পরিবার, টলিউড

তিনি বলেন, “একটা বয়সের পর সন্তানদের অনেক বন্ধু হয়। মা-বাবাদের সন্তানদের কতটা বন্ধু হওয়া উচিত বা ভালো, সেটা নিয়ে তর্কে যাব না। তবে মা হিসেবে কবীর-কাব্যকে যথেষ্ট শাসনে রাখছি এখন থেকে। কারণ একটা বয়স পর্যন্ত মা-বাবার শাসনটা অত্যন্ত জরুরী। আর এই যে বয়সে আছে ওরা, ভালো-মন্দ ঠিক ভুল কিছুই বোঝে না, এক কথায় এটাই ওদের মানসিকতা গড়ে ওঠার বয়স। এই বয়স থেকেই যদি আমরা মা-বাবার দায়িত্ব পালন না করি,

আরও পড়ুনঃ “দুই-আড়াই ঘণ্টা পারফর্ম করানোর পর খালি পেটে বাড়ি ফেরানো অপরাধের!” “মিনিমাম কন্টেইনারে খাবার দেওয়ার বিবেক-বুদ্ধি না থাকলে অনুষ্ঠান করবেন না!”— অনুষ্ঠান আয়োজনে পেশাদারিত্বের অভাব নিয়ে ক্ষুব্ধ সংগীত শিল্পী ইমন!

ওদের সঠিক শিক্ষাটা না দেন তাহলে নিজেদেরই ব্যর্থতা। আমার ক্ষেত্রে বলবো, আমি মা-বাবার কাছ থেকে যেটা শিখেছি সেটাই এখন পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছি।” কোয়েল মল্লিকের এই বাস্তব কথাগুলো আমাদের চোখে আনে এক অন্যরকম ‘তারকা’ চেহারা, যিনি ক্যামেরার সামনে যেমনই হোন, বাড়িতে তিনি এক বাস্তব মা, নিজের সন্তানদের জন্য দায়িত্ববান, ভালোবাসায় ভরপুর এক অভিভাবক। তারকার জীবন যতই আলোয় মোড়া হোক না কেন, মায়ের ভূমিকা সব সময়ই এক নিঃশব্দ অথচ শক্তিশালী পরিচয়।