টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। দীর্ঘ ১৩ বছরের অভিনয়জীবনে নিজের পরিচয় গড়ে নিয়েছিলেন তিনি। কিন্তু জীবন কখনও কখনও আমাদের অন্য রাস্তায় নিয়ে যায়, নতুন গল্প লিখতে শেখায়। তেমনই ঘটেছে অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের জীবনে। অভিনয়জগতে জনপ্রিয় মুখ হলেও দুই বছর আগে হঠাৎই ক্যামেরার আড়াল বেছে নিয়েছিলেন তিনি। তারপর বিয়ে, তারপর বিদেশে সংসার… এবার নতুন অধ্যায়ের শুরু, মা হলেন রুশা।
দীপাবলির উৎসবমুখর আবহেই সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে আলো-ছায়ার মায়ায় ধরা দিয়েছে শান্ত, নির্মল এক মুহূর্ত। সদ্যজন্মা সন্তানকে বুকে জড়িয়ে রুশা তাকিয়ে আছেন আলোর পথে। ছবির ক্যাপশনে লিখেছেন—“আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।” মা ও মেয়ের সেই মুহূর্তটি যেন কেবল একটি ছবি নয়, বরং জীবনের গভীরতম আনন্দের ভাষা।
২০২৩ সালের শুরুতে হাবড়ার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করেন রুশা। বিয়ের পরেই তিনি অভিনয় ছেড়ে দেন এবং স্বামীর সঙ্গে বিদেশে চলে যান। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। কেউ কেউ বলেছেন রুশা হয়তো ক্যারিয়ার নষ্ট করলেন। আবার কারও মতে সংসারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন তিনি। কিন্তু রুশা সব সমালোচনা পাশ কাটিয়ে চুপচাপ এগিয়ে গেছেন নিজের পথে। কারণ তাঁর কাছে সুখের সংজ্ঞা ছিল নিজের মানুষদের সঙ্গে শান্তিতে থাকা, জীবনের আসল স্বাদ নেওয়া।
বিয়ে করার পরও তাঁকে কটূক্তির মুখে পড়তে হয়েছে। সামাজিক মাধ্যমে স্বামীর শারীরিক গঠন নিয়ে বিষাক্ত মন্তব্য করা হয়েছে। কেউ বলেছেন রুশার মতো অভিনেত্রী কীভাবে অনুরণকে বিয়ে করলেন। কেউ ঠাট্টা করেছেন তাঁদের যুগলবন্দী নিয়ে। কিন্তু রুশা কখনও এসবের কোনও জবাব দেননি। তিনি নিজের কাজ এবং নিজের সম্পর্ককেই জবাব হিসেবে তুলে ধরেছেন। সমালোচনার পাহাড় পেরিয়ে দু’জন এখন সুখে সংসার করছেন এবং তাঁদের ঘর আলো করে এসেছে নতুন সদস্য, তাদের কন্যা অনুষা।
আরও পড়ুনঃ “আমার বাবা নেই, আমার বাবা চাই-ও না!”— ছোট্ট মেয়ে সহচরীর মুখে এই কথা শুনে ভেঙে পড়লেন মা স্বরলিপি! একদিকে বাবার আদর ছাড়া একাকী বেড়ে উঠছে মেয়ে, অন্যদিকে বাবা সৌম্য জীবনে নতুন সম্পর্ক নিয়ে ব্যস্ত! ১১ দিন বয়স থেকেই রাখে না মেয়ের খোঁজ!
রুশার এই নতুন যাত্রা কেবল একজন অভিনেত্রীর গল্প নয়। এটি সেই সব মেয়েদের গল্প, যারা নিজের সিদ্ধান্ত নিজের মতো নিয়ে চলতে জানে। কখন থামতে হবে, কোথায় নতুন শুরু করতে হবে, তা বুঝতে জানে। এবার মাতৃত্বের পর্দা উঠল তাঁর জীবনে। তিনি হয়তো এখন ক্যামেরার সামনে নেই, কিন্তু জীবনের সবচেয়ে বড় চরিত্রে অভিনয় করছেন—মায়ের চরিত্রে। তাঁর নতুন পথচলা ভালোবাসা, শান্তি এবং আলোয় ভরা থাকুক—এটাই শুভেচ্ছা।
শ্যামাপুজোর মঞ্চে জিন্স পরে শ্যামাসংগীত! ইমন চক্রবর্তীকে তীব্র কটা’ক্ষ নেটপাড়ার! গায়িকার স্বাধীনচেতা বার্তায় বি’রক্ত সোশ্যাল মিডিয়া