অ্যাকশন দৃশ্য করতে গিয়ে দুর্ঘ’টনা, শুটিং ফ্লোরে গুরুতর আহত অভিনেতা বনি সেনগুপ্ত! এখন কেমন আছেন তিনি?

অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। দিনকয়েক আগেই প্রেমিকা ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোয় হাসিখুশি মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু উৎসবের আনন্দ কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরতেই ঘটে বিপত্তি। বনির নতুন ছবি ‘বানসারা’-র শেষ দিনের শুটিং চলছিল বৃহস্পতিবার, আর সেই দিনেই ঘটে দুর্ঘ’টনা।

জানা গিয়েছে, কলকাতার একটি গোডাউনে রাতভর চলছিল অ্যাকশন দৃশ্যের শুটিং। ঠিক সেই সময়ই হঠাৎ করে পায়ে গুরুতর চোট পান বনি। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে তাঁকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। কিছুটা সুস্থ বোধ করলে ফের কাজে ফিরেও যান অভিনেতা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। পরিচালক আতিউল ইসলাম অবশ্য আশ্বস্ত করেছেন, “বনির প্রাথমিক চিকিৎসা হয়েছে। এখন সে ভালো আছে, বড় কোনও সমস্যা হয়নি।”

‘বানসারা’ ছবিটি নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল দর্শকমহলে। কারণ ছবির গল্প গড়ে উঠেছে পুরুলিয়ার গভীর জঙ্গলে অবস্থিত একটি কাল্পনিক গ্রামকে ঘিরে, যার নাম ‘বানসারা’। বনদেবীর আশীর্বাদে ঘেরা সেই গ্রামের মানুষরা বিশ্বাস করেন দেবী নিজেই তাঁদের রক্ষা করেন। সেই বিশ্বাস, রহস্য আর মানবিকতার গল্পই তুলে ধরা হবে পর্দায়।

এই ছবিতে বনির চরিত্রের নাম অজিতেশ—যাকে ঘিরেই আবর্তিত হবে পুরো কাহিনি। ছবিতে আরও অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, যাঁকে দেখা যাবে একদম নতুন রূপে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রিনি, যিনি বড় মা চরিত্রে অভিনয় করছেন। কলকাতা ছাড়াও পুরুলিয়ার একাধিক লোকেশনে হয়েছে শুটিং। এমনকি জঙ্গলের মাঝে চল্লিশ ফুট উঁচু দেবী মূর্তি তৈরি করা হয়েছিল দৃশ্যায়নের জন্য।

আরও পড়ুনঃ ‘এ মা এ কি কান্ড! এই প্রথম দেখলাম মা ছেলেকে ফোঁটা দিচ্ছে!’— পর্দায় খারাপ সম্পর্ক হলেও বাস্তবে ভাইবোনের দারুণ সম্পর্ক ‘চিরসখা’র কমলিনী-বুবলাইয়ের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপরাজিতা-ভিভানের ভাইফোঁটার ভিডিও!

বনি এখন বিশ্রামে আছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে। ভক্তদের অনুরোধ—শীঘ্রই যেন প্রিয় অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে ফেরেন শুটিং ফ্লোরে। কারণ ‘বানসারা’ শুধু বনির জন্য নয়, গোটা টলিউডের কাছেই একটি ব্যতিক্রমী এবং বহু প্রতীক্ষিত প্রজেক্ট।