স্টার জলসা (Star Jalsha) যেন সম্প্রতি নতুন ধারাবাহিকের ঝড় তুলেছে! একের পর এক প্রজেক্টের ঘোষণা দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে প্রতিনিয়ত। কয়েক মাসের মধ্যেই চ্যানেলটি প্রায় পাঁচটি নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে। যার মধ্যে তিনটি ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়ে গেছে। বাকিগুলোর অপেক্ষায় দর্শকরা দিন গুনছেন। পুরনো গল্প শেষ না হতেই নতুন গল্পের আভাস মিলছে, তাই এখন জলসার পর্দা যেন নতুন চরিত্র আর গল্পের উৎসাহে ভরপুর।
এরই মধ্যে সবচেয়ে বড় সুখবর, ছোটপর্দার প্রিয় মুখ অভিকা মালাকার ফিরছেন নতুন ধারাবাহিকে! ‘তোমাদের রানী’-তে রানীর চরিত্রে অভিনয় করেই তিনি দর্শকদের মনে যে জায়গা করে নিয়েছিলেন, তা আজও অপরিবর্তিত। অভিকার আগের কাজের দিকে তাকালে বোঝা যায়, তিনি সবসময়ই নিজের চরিত্রের বাছাইয়ে সতর্ক। ‘তোমাদের রানী’-র সাফল্যের পর তিনি বলিউডে পা রাখেন ধারাবাহিক ‘পকেট মে আসমান’র মাধ্যমে, যা স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল।
সেখানে তাঁর বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা ফারমান হায়দার। সেই ধারাবাহিকটি আসলে ‘তোমাদের রানী’-রই হিন্দি সংস্করণ ছিল এবং দর্শকদের কাছ থেকে সমান ভালোবাসা পেয়েছিল। ছ’মাসের মধ্যেই সেটি শেষ হলেও, অভিকার অভিনয় নিয়ে প্রশংসার ঝড় ওঠে। অন্যদিকে, স্টার জলসার পর্দায় এখন প্রত্যাবর্তনের মৌসুম চলছে। রণিতা দাস, মধুমিতা সরকার, এমনকি প্রায় আট বছর পর স্বস্তিকা দত্তও ফিরছেন নতুন গল্পে!
আরও পড়ুনঃ “বৌদিদের জায়গায় থাকলে খাবারে বি’ষ মিশিয়ে দিতাম!”— সুদীপার চাঞ্চল্যকর মন্তব্য! কেন এমন বললেন অভিনেত্রী? এমন মন্তব্যের পেছনে লুকিয়ে আছে সংসারের কোন গল্প? জানলে চমকে যাবেন!
ব্লুজ প্রোডাকশনের ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে স্বস্তিকার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। একের পর এক জনপ্রিয় মুখের কামব্যাক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। দীর্ঘ বিরতির পর এবার এসভিএফ প্রোডাকশনের ব্যানারে আবারও জলসার পর্দায় ফিরতে চলেছেন অভিকাও। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে অভিকার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা যাবে ‘গীতা এলএলবি’ খ্যাত অভিনেতা কুনাল শীলকে।

তাঁদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে, এখন শুধু চ্যানেলের তরফ থেকে ঘোষণা আর প্রোমোর অপেক্ষা। সব মিলিয়ে, স্টার জলসা এখন যেন নতুন অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে। পুরনো প্রিয় মুখগুলোকে নতুন রূপে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। অভিকা মালাকারের প্রত্যাবর্তন শুধু একটি ধারাবাহিকের খবর নয়, বরং ছোটপর্দার দর্শকদের কাছে এক ধরনের নস্টালজিয়ার প্রত্যাবর্তনও। তাঁর সঙ্গে কুনাল শীলের নতুন জুটি কেমন করে দর্শকদের মন জিতে নেয়, সেটাই এখন দেখার বিষয়।






