পর্দায় ‘আদৃত-শুভ’-এর প্রেম পেরিয়ে বাস্তবেও কি গাঢ় হচ্ছে রসায়ন? ‘গৃহপ্রবেশ’-এর নায়ক-নায়িকার সমাজমাধ্যমের একান্ত মুহূর্তের ছবি ঘিরে জল্পনা তুঙ্গে! তবে কি সুস্মিত-ঊষসী সত্যিই একে অপরের প্রেমে পড়েছেন?

টলিউডে এমন বহু জুটি আছেন, যাঁদের পর্দার প্রেম বাস্তবেও রঙ পেয়েছে। আবার কেউ কেউ থেকেছেন শুধুই গল্পের গণ্ডিতে। তবে সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ ঘিরে এমনই এক নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। ধারাবাহিকের নায়ক-নায়িকা সুস্মিত মুখোপাধ্যায় ও ঊষসী রায় নাকি এখন পর্দার বাইরেও একে অপরের খুব কাছের মানুষ।

এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছে ঊষসী রায়ের। তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। দু’জনকে প্রথমবার একসঙ্গে দেখা যাচ্ছে এই সিরিজে, আর সেই পর্দার রসায়ন নাকি বাস্তবেও ধীরে ধীরে গাঢ় হচ্ছে। শুটিংয়ের ফাঁকে কিংবা ছুটির দিনে তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে বলে খবর। কখনও একই জায়গায় বেড়াতে, আবার কখনও একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের।

যদিও সমাজমাধ্যমে তাঁরা দু’জনেই আলাদা ছবি ভাগ করেন, কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ নজর কিছুই এড়ায়নি। একসময়ে একই লোকেশন থেকে ছবি পোস্ট করায় জল্পনা ছড়ায়, তাঁরা নাকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। দু’জনের ছবির ব্যাকগ্রাউন্ড মিল খুঁজে পেতেই ভক্তরা বুঝে নিয়েছেন—এটা নিছক কাকতালীয় নয়! এমনকি ঊষসীর জন্মদিনে ফ্লোরে কেক কাটার সময় তাঁর চোখ যে খুঁজছিল সুস্মিতকেই, সেই দৃশ্যও নজর এড়ায়নি অনুরাগীদের।

পুজোর কয়েকটা দিন সিরিয়ালের ব্যস্ততা থেকে মুক্তি পান শিল্পীরা। এই সুযোগেই ঊষসী ছুটি কাটাতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। তিনি ভাগ করেছিলেন একাধিক ছবি—কখনও ডাব হাতে, কখনও সমুদ্রের ধারে। একইসময়ে সুস্মিতও পোস্ট করেন সি-বিচ থেকে নিজের কিছু ছবি। যদিও কেউই ঘুরতে কোথায় গিয়েছিলেন তা প্রকাশ করেননি, তবু তাঁদের ছবিগুলির মিল দেখে নেটিজেনদের সন্দেহ আরও দৃঢ় হয়েছে।

আরও পড়ুনঃ স্টার জলসায় নতুন ধারাবাহিকের ঝড়, কামব্যাক করছেন ‘তোমাদের রানী’-খ্যাত অভিকা মালাকার! এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে অভিকার সঙ্গে জুটি বাঁধবেন কে? কবে থেকে শুরু হচ্ছে সম্প্রচার?

‘গৃহপ্রবেশ’-এ আদৃত ও শুভলক্ষ্মীর প্রেমের গল্প এখন দর্শকদের প্রিয়। নদিয়ার মেয়ে শুভলক্ষ্মী বিদেশে গিয়ে প্রেমে পড়ে আদৃতের, বিয়েও করে তাঁকে। জীবনের নানা ওঠাপড়া পেরিয়ে এখন কলকাতায় তাঁদের গল্প এগোচ্ছে। বাস্তবে কি তাহলে আদৃত-শুভের প্রেমই সুস্মিত-ঊষসীর জীবনে প্রতিফলিত হচ্ছে? টলিপাড়া বলছে, “সম্ভবত হ্যাঁ!” যদিও এখনও দু’জনেই ‘স্পিকটি নট’, তবে তাঁদের চোখের ভাষাই যেন বলে দিচ্ছে—এই প্রেমের গল্প শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়।

You cannot copy content of this page