টলিপাড়ার দুই প্রতিভাবান মুখ— সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য। একসময় তাঁদের জুটিকে পর্দায় দেখলে দর্শক মুগ্ধ হতেন। ‘ব্যোমকেশ’ সিরিজে অনির্বাণের ব্যোমকেশ আর সোহিনীর সত্যবতী— সেই chemistry আজও অনেকের মনে গেঁথে আছে। তবে এবার বাস্তবের সম্পর্ক নিয়েই চর্চায় দুই তারকা। এতদিন ধরে যে গুঞ্জনটা কেবল কানাঘুষো ছিল, অবশেষে সেটাতেই সিলমোহর দিলেন সোহিনী নিজে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয় অনির্বাণের বর্তমান অবস্থা নিয়ে। ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে এখন কার্যত ‘একঘরে’ হয়ে পড়েছেন অনির্বাণ— কাজ নেই হাতে। সেই প্রসঙ্গেই সোহিনীর অকপট স্বীকারোক্তি, “আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।” তাঁর কথায়, “কাজের মানুষকে কাজ থেকে বাদ দেওয়া উচিত নয়। আমি অনেক কিছু বলতে পারি, আবার অনেক কিছু বলা যায় না। আমরা সবাই নিজের মতো লড়াই করছি।”
এই এক কথায় যেন বছর কয়েকের জল্পনার অবসান। ২০১৯ সালের দিকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিপাড়ায়, তবে তখন দু’জনেই বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। অনির্বাণ জানিয়েছিলেন, সোহিনী কেবলই তাঁর ‘ভালো বন্ধু’। কিন্তু এতদিন পর সোহিনীর মুখে এই খোলামেলা স্বীকারোক্তি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে প্রাক্তন এই জুটিকে।
তবে এখন দু’জনের জীবনই বদলে গিয়েছে। সোহিনী এখন সুখে সংসার করছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে— ২০২৪ সালের ১৫ জুলাই তাঁদের বিয়ে হয়। এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি, এমনকি একসঙ্গে থাকতেনও, কিন্তু ২০২৩ সালের গোড়াতেই সেই সম্পর্কে ইতি টানেন।
আরও পড়ুনঃ “আগে ধারাবাহিকের গল্প বাস্তবের কাছাকাছি ছিল, এখন অতিরঞ্জনেই হারিয়ে যাচ্ছে সেই জাদু!” “একমাস আগেই ঠিক থাকত, এখন টিআরপি ঠিক করে পরের গল্প!”— বর্তমান টেলিভিশনের অবস্থা নিয়ে বি’স্ফো’রক দেবলীনা দত্ত! অভিনেত্রীর দাবি, রেটিং-নির্ভর বাণিজ্যে হারিয়ে যাচ্ছে শিল্পের মান ও দর্শকের আবেগ!
অন্যদিকে, অনির্বাণ ২০২০ সালের নভেম্বরে বিয়ে করেন মাইম শিল্পী মধুরিমা গোস্বামীকে। একসময় তাঁদের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন উঠলেও, পরে সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার এক হয়েছেন দু’জনে। অতীতের প্রেম আজ ইতিহাস, কিন্তু অনির্বাণ-সোহিনীর বন্ধুত্ব ও শ্রদ্ধা যেন এখনও অটুট। দর্শকের মনে তাই প্রশ্ন, এই জুটি কি আবার একদিন পর্দায় ফিরবেন একসঙ্গে?






