বাঙালির মুকুটে নতুন পালক! টলিউড বলিউড পেরিয়ে এবার সোজা হলিউডে সৃজিত মুখোপাধ্যায়! এবার হলিউডের ছবি পরিচালনা করবেন বাঙালি পরিচালক

বাঙালির মুকুটে যোগ হল নতুন পালক। টলিউড (Tollywood) থেকে বলিউডের পথ পেরিয়ে এবার সরাসরি হলিউডের (Hollywood) দরজায় পা রাখতে চলেছেন পরিচালক ‘সৃজিত মুখোপাধ্যায়’ (Srijit Mukherji)! তাঁর হাত ধরেই বাংলা ছবি এক সময় পেয়েছিল একেবারে নতুন এক দৃষ্টিভঙ্গি, যেখানে গল্প আর চিত্রনাট্য মিশে গিয়েছে ভাবনার গভীরতায়। আর এবার সেই ভাবনার সীমা ছাপিয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক পরিসরে। সৃজিতের ঘোষণা ইতিমধ্যেই চমকে দিয়েছে সিনেপ্রেমীদের।

সিনেমার প্রতি তাঁর পরীক্ষামূলক মনোভাব ও সাহসী দৃষ্টিভঙ্গির জন্য সৃজিতের সুনাম আগে থেকেই রয়েছে। ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’ বা ‘চতুষ্কোণ’-এর মতো ছবিগুলো তাঁকে শুধু পরিচালক হিসেবেই নয়, গল্পকার হিসেবেও আলাদা জায়গা দিয়েছে। এবার সেই বহুমাত্রিক প্রতিভাই ছুঁয়ে ফেলতে চলেছে বিশ্বমঞ্চকে! তাঁর এই নতুন ছবিটির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। নাম শুনেই আন্দাজ করা যায়, ছবিটির সঙ্গে সম্পর্ক রয়েছে বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা, স্যার আর্থার কোনান ডয়েলের।

তবে এটি শার্লক নিয়ে কোনও নতুন গল্প নয়, বরং কোনান ডয়েলের নিজের জীবন, তাঁর চিন্তাভাবনা এবং সাহিত্যিক সৃষ্টির পেছনের মানুষটিকে ঘিরেই তৈরি হচ্ছে এই ব্রিটিশ-ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি। ডয়েলের জীবনের সঙ্গে তাঁর গল্পের সংযোগ, লেখনির মানবিক দিক— এসবই এই ছবির মূল উপজীব্য হতে চলেছে। ছবিটির ঘোষণা হয়েছে লন্ডনের ঐতিহাসিক দ্য গিল্ডহলে। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)-এর আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাগনিয়েস্কা মুডি।

এছাড়াও ছিলেন বোর্ড অব গভর্নর্সের সদস্য মণিকা চাড্ডা, আর্কাইভ প্রধান আরিকে ওকে, এবং ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের ব্রিওনি হ্যানসেন। এমনকি কোনান ডয়েল পরিবারের সদস্যরাও ছিলেন উপস্থিত। এই মুহূর্তে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি চলছে জোরকদমে, যদিও জানা যায়নি কোন অভিনেতা-অভিনেত্রীরা অংশ হবেন এই ছবির। প্রসঙ্গত, সৃজিতের প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশনস’ যৌথভাবে দায়িত্ব নিয়েছে শাহনাব আলমের সংস্থা ‘ইনভিজিবল থ্রেড’-এর সঙ্গে এই ছবির।

আরও পড়ুনঃ “জোর করে ‘সাকসেস পার্টি’ দিয়ে বোঝানো হচ্ছে কে কতটা সফল!” “একটি ছবিও সফল নয়, স্বীকার করে নেওয়াই ভাল.. ছবির ব্যবসা না করে আলু-পটলের ব্যবসা হোক”— টলিউড সাফল্য উদযাপনের এই ট্রেন্ডকে নিরুপায় ও অকার্যকর কটা’ক্ষ কৌশিক সেনের!

যেটা না বললেই নয়, সৃজিতের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত। একদিকে তিনি বাঙালি দর্শকের কাছে প্রিয় ফেলুদাকে ফিরিয়ে এনেছেন সিরিজ আকারে, অন্যদিকে এখন তিনি বিশ্বের সামনে তুলে ধরতে চলেছেন শার্লকের স্রষ্টাকে। এ যেন বাঙালির সৃষ্টিশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে সীমান্ত মুছে যাচ্ছে গল্পের শক্তিতে। এবার দেখা যাক, হলিউডেও সৃজিত মুখোপাধ্যায় তাঁর অনবদ্য ছোঁয়া রাখতে পারেন কিনা!