“সততা সবকিছুর ঊর্ধ্বে…নিজের আদর্শেই চলি, কে জীবনে থাকল কে ছেড়ে গেল তাতে কিছু যায় আসে না!”— একটাই গাঙ্গুলীকে ভালোবাসি, দেবের তির্যক মন্তব্যের পাল্টা দিলেন শুভশ্রী?

বারবার নিজেকে নতুনভাবে চিনিয়ে দিতে ভালোবাসেন ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly)। কখনও পর্দায় মিষ্টি রোম্যান্টিক নায়িকা, কখনও কঠিন মানসিকতার চরিত্রে, আবার কখনও বয়সের ভারে নুয়ে পড়া ইন্দুবালার ভূমিকায়—প্রতিটি চরিত্রেই যেন তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। এবার ‘অনুসন্ধান’ (Anusandhan) সিরিজে এক সম্পূর্ণ অন্যরকম রূপে দেখা যাবে তাঁকে। অদিতি রায়ের পরিচালনায়, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন চক্রবর্তীর লেখায় তৈরি এই সিরিজে শুভশ্রী হচ্ছেন এক লড়াকু সাংবাদিক— অনুমিতা সেন।

অনুমিতা চরিত্রে তিনি এমন এক সাংবাদিক, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানেন, নিজের আদর্শে বিশ্বাস রাখেন এবং সত্যের খোঁজে কখনও পিছপা হন না। এই ওয়েব সিরিজের গল্প গড়ে উঠেছে এক চাঞ্চল্যকর ঘটনার উপর। মহিলা সংশোধনাগারে অস্বাভাবিকভাবে একের পর এক মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, কিন্তু এর কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা মিলছে না। সংবাদ কভার করতে গিয়েই অনুমিতা বুঝতে পারে, এর মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা সাধারণ সংবাদ নয়, বরং এক গভীর অন্ধকার রহস্য।

Dev, Subhashree, Dhumketu, Bengali film, romantic past, big screen, Actor's Statement, emotional statement, Tollywood, movie release, unspoken words, Dev-Subhashree Relationship, Dev-Subhashree Separation, Reunion On Screen, Dhumketu 14th Aug, দেব, শুভশ্রী, ধূমকেতু, বাংলা সিনেমা, প্রেমের সম্পর্ক, বড়পর্দা, অভিনেতার স্বীকারোক্তি, পুরনো ভালোবাসা, আবেগঘন বক্তব্য, দেব-শুভশ্রী প্রেম, দেব-শুভশ্রী বিচ্ছেদ, টলিউড, সিনেমা রিলিজ, সম্পর্কের সমাপ্তি, না বলা কথা, শুভশ্রী প্রসঙ্গে দেব, ধূমকেতু ১৪ আগস্ট

তাই পেশার দায়ে নয়, একেবারে মানবিক কৌতূহল থেকেই শুরু হয় তার অনুসন্ধান। শুভশ্রীর ভাষায়, “আমাদের অনুসন্ধান শেষ হয়েছে, এবার দর্শকের দেখার পালা।” এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে শুভশ্রী জানিয়েছেন, মহিলা পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে আলাদা এক গর্বের বিষয়। অদিতি রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বহু পুরনো, যা অনেকেই জানেন না। শুভশ্রীর কথায়, নারী পরিচালকের দৃষ্টিভঙ্গি গল্পে এমন এক সংবেদনশীল স্পর্শ আনে, যা দর্শকদের আরও গভীরভাবে ভাবায়।

তবে ‘লেডি সুপারস্টার’ তকমার ভার নিয়ে শুভশ্রী খুব একটা ভাবেন না। তাঁর মতে, এই শব্দটা মানুষের ভালোবাসার প্রতিফলন, আর তিনি সেটাকে সম্মান করেন। কিন্তু নিজের কাজকে প্রভাবিত হতে দেন না। বরং শুভশ্রী চরিত্র সৃষ্টি করতে ভালোবাসেন, কোনও তকমার আশায় নয়। এই আত্মবিশ্বাসই হয়তো শুভশ্রীর সবচেয়ে বড় শক্তি, যা তাঁকে নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রীকে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে আসে বিতর্ক এবং নানান ধরনের কটাক্ষ।

আরও পড়ুনঃ “আমি নিজেকে সাহসী মনে করি না, কারণ আমি জানি আমি সাহসী।”- নিজেকেই নিজে সাহসী আখ্যা দিলেন টলিউডের লেডিসুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! সমালোচনা, ট্রোল আর নেগেটিভিটির ভিড়েও নিজের আত্মবিশ্বাসে অটল অভিনেত্রী

শুভশ্রী কি করে সামলায় এমন পরিস্থিতি? অভিনেত্রী জানালেন, “অনুসন্ধান সিরিজে যেমন অনুমিতা তার বাবার আদর্শে বিশ্বাসী, আমিও ব্যক্তি জীবনে নিজের আদর্শে চলতে ভালোবাসি। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে সততা। সৎ পথে থাকলে, কটাক্ষ আসবেই। অনেক কাছের মানুষও সময় আসলে প্রমাণ করে দেয় তাদের রূপ, তাই নিজের আদর্শে চলার কারণে কে থাকলো আর কে জীবন থেকে বেরিয়ে গেল এই নিয়ে খুব একটা ভাবি না।” অভিনেত্রীর কথায় এদিন আবারও স্পষ্ট হয়েছে, প্রক্তনকে কিছুতেই আর স্মৃতিতে আনতে চান না তিনি।