প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা ঘিরে বাড়ে উত্তেজনা! কোন ধারাবাহিক এগিয়ে, কার গল্পে ভাটা— সেই প্রতিযোগিতার ছবিই প্রকাশ পেল এবারের নতুন টিআরপি তালিকায় (TRP List)। অক্টোবরের শেষ সপ্তাহে ফের জমে উঠেছে বাংলা টেলিভিশনের টিআরপি প্রতিযোগিতা! বৃহস্পতিবার, ৩০ অক্টোবরের সর্বশেষ পরিসংখ্যানে স্পষ্ট— দর্শক পছন্দে এখনও জি বাংলাই (Zee Bangla) সবার ওপরে। সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিকের মধ্যে এবারও এগিয়ে রয়েছে পরিচিত কিছু নাম, সঙ্গে রয়েছে একাধিক নতুন চমকও।
এবারের তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri) এবং ‘পরিণীতা’ (Parineeta), উভয়ই পেয়েছে ৬.১ নম্বর। টিআরপির এই লড়াইয়ে এই দুটি ধারাবাহিকের আবেগময় গল্প ও চরিত্রের দৃঢ়তা দর্শককে টেলিভিশনের পর্দায় বেঁধে রেখেছে। বিশেষ করে ‘পরিণীতা’-র পারুল চরিত্র আবার দর্শক মনে গভীর ছাপ ফেলছে। এবার দ্বিতীয় স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)।
সেই সঙ্গে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৫.৯ নম্বর নিয়ে। সম্পর্কের টানাপোড়েন ও গল্পের বাস্তবতার ছোঁয়ায় এই দুই ধারাবাহিক নিয়মিতভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছে। তৃতীয় স্থানে আছে ‘ফুলকি’ (Phulki), ৫.৬ নম্বর নিয়ে। ধারাবাহিকটি দীর্ঘদিন ধরেই টিআরপির তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার অপেক্ষাকৃত নতুন ধারাবাহিক ‘দাদামণি’ (Dadamani)।
আর স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)’, উভয়ই ৫.৫ নম্বরে। পারিবারিক আবহের সঙ্গে আবেগের মিশেলে এই দুটি গল্পও দর্শক মনে আলাদা ছাপ ফেলছে। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeswari Rani Bhavani), ৫.২ নম্বর পেয়ে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় প্রতিযোগিতা চোখে পড়ার মতো— ‘চিরসখা’ (Chiroshokha) ৪.৯ নম্বরে এবং ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ৪.৮ নম্বর নিজের জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ ‘সেই তো প্রেমে মন মজালি, তবে কেন লোক হাসালি?’ ‘আপনারা প্রমাণ করে দিলেন দুটো ছেলে মেয়ে কখনও একে অপরের বন্ধু হতে পারেনা!’– নিজের হাতে কমলিনীকে সিঁদুর পরিয়ে স্ত্রীর জায়গা দিল স্বতন্ত্র! অবশেষে ‘চিরসখা’ সম্পর্কের স্বীকৃতি! ক’টাক্ষ করছে নেটপাড়া
এছাড়া উৎসবের মরসুমে বিশেষ পর্ব ‘উৎসবের উল্লাসে পরিণীতা’ (Parineeta: Utsaber Ullashe) পেয়েছে ৬.৬ নম্বর। সব মিলিয়ে অক্টোবরের শেষ সপ্তাহের টিআরপি প্রমাণ করছে— এখন দর্শক শুধু গল্প নয়, চিত্রনাট্য, চরিত্রের গভীরতা আর অভিনয়ের শক্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for Last Week of October | 30th Oct | Thursday | BT •• জগদ্ধাত্রী, পরিণীতা 6.1
2nd •• চিরদিনই তুমি যে আমার, পরশুরাম 5.9
3rd •• ফুলকি 5.6
4th •• দাদামণি, রাঙামতি 5.5
5th •• রাণী ভবানী 5.2
Trending
চিরসখা 4.9
জোয়ার ভাঁটা 4.8
উৎসবের উল্লাসে পরিণীতা 6.6






