বাড়িতে র‌ইল ছোট্ট বোন ইয়ালিনি! মা শুভশ্রীকে জন্মদিনে সারপ্রাইজ দিতে বাবা রাজকে সঙ্গে নিয়ে কোথায় ছুটল ছোট্ট ইউভান?

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে ২০২৫ যেন সাফল্যের সোজা পথ! একের পর এক ছবির কাজ, ওয়েব সিরিজ়—পর্দায় তিনি এখন সেরা সময় কাটাচ্ছেন। দর্শক-সমালোচক সকলের প্রশংসা কুড়োচ্ছেন সমানতালে। তাই জন্মদিনের দিনেও বিশ্রাম নেই অভিনেত্রীর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি ‘ওয়েটিং রুম’-এর শুটিং চলছে ঝাড়খণ্ডের দুমকায়। পরিবার থেকে দূরে, পরিশ্রমের মাঝেই কাটছে শুভশ্রীর জন্মদিন।

কিন্তু মা থেকে চাইলেই কি দূরে থাকা যায়? মাকে চোখের সামনে না পেয়ে সেই অভাব টের পেয়েই এক দারুণ সারপ্রাইজের পরিকল্পনা করে ফেলল ছোট্ট ইউভান! বাবার হাত ধরে ট্রেনে চেপে সোজা দুমকার পথে রওনা হয়ে গেল সে। জন্মদিনে মায়ের মুখে হাসি ফোটানোর আনন্দই তার কাছে সবচেয়ে বড় উপহার। এলাহি পার্টি বা ঝলমলে আয়োজন নয়—একটুখানি সময়, আর প্রিয়জনদের সঙ্গে থাকা—আজকের শুভশ্রীর কাছে সেটাই সবচেয়ে মূল্যবান।

তবে এবার সফরে নেই ছোট্ট ইয়ালিনি। সে নাকি বেশ দুষ্টু হয়ে উঠেছে! তাই দীর্ঘ ট্রেনযাত্রায় তাকে না নিয়েই ছেলের হাত ধরে একা পথ ধরলেন রাজ চক্রবর্তী। মা-ছেলের সেই মিলনমুহূর্তের সাক্ষী রইলেন পরিচালক-রাজ স্বয়ং। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, ‘‘শুভশ্রী এখন কাজে ব্যস্ত। কাজের মধ্যেই জন্মদিন পালন—এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে! ইউভান নিজেই বলল, মায়ের জন্য ফুল আর কেক নিতে হবে। তাই রাতেই দুমকায় চলে এলাম।’’

শুধু সারপ্রাইজ নয়, জন্মদিনের রাতে ছিল আরও এক বড় আনন্দের মুহূর্ত। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছেন রাজ। আর শুভশ্রী নিজে আবার দারুণ ক্রিকেটপ্রেমী! তাই স্ত্রীর সেই আনন্দ দেখে তিনিও ভীষণ খুশি। জন্মদিন বলে কথা—দুপুরে শুটিং, রাতে দেশের জয়—উৎসব যেন দুদিক থেকেই এসে ধরা দিল শুভশ্রীর জীবনে।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী’র চরিত্রে অভিনয় করলে, শুভশ্রী কাঁপিয়ে দেবেন দর্শককে! নায়িকাকে নিয়ে অকপট নেতা পার্থ ভৌমিক! তবে কী এবার স্বামীর সঙ্গে তাল মিলিয়ে রাজনীতির মঞ্চে দাঁড়াবেন শুভশ্রী?

দিনের শেষে চোখের সামনে দাঁড়িয়ে ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি—পরিবার। দূর শহরে কাজের ব্যস্ততা থাকলেও এই ছোট্ট সারপ্রাইজই শুভশ্রীর জন্মদিনকে করে তুলল আরও উজ্জ্বল, আরও নিখাদ খুশির। মা-ই তো শেষ পর্যন্ত সবার আগে, আর ইউভানও তা যেন প্রমাণ করে দিল নিজের মতো করে।

You cannot copy content of this page