“এত সুন্দরী হয়েও নায়িকা নয়!” “খারাপ দেখতে, দ্বিগুণ বয়সীরা নায়িকা হচ্ছে, আর একে দিদি, বৌদি বা খলনায়িকা বানিয়ে রেখেছে”- কৌশাম্বিকে নিয়ে আক্ষেপ দর্শকের! রূপ-গুণ, যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যায় করা হচ্ছে বলে দাবি ভক্তদের!

ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী ‘কৌশাম্বি চক্রবর্তী’ (Kaushambi Chakraborty)। আগেও কিছু চরিত্রে অভিনয় করেছেন, তবে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে ‘শ্রীনন্দা’ চরিত্রে অভিনয় করে তিনি সবার নজরে আসেন। পরবর্তীতে সেই ধারাবাহিকের প্রধান অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিনেত্রী এই মুহূর্তে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে খলনায়িকা ‘মোহনা’ চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রে তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে।

কৌশাম্বির যাত্রাটা আসলে খুব সাধারণ এক পরিবেশ থেকে শুরু হলেও, তার কাজের ধারা অনেকটাই বৈচিত্র্যময়। ছোটবেলা কেটেছে সাংস্কৃতিক আবহে, যেখানে পরিবারে আবৃত্তি আর নাটকের চর্চা ছিল নিত্যদিনের অংশ। অভিনয় করার স্বপ্ন তখনও দৃঢ় হয়ে ওঠেনি, বরং কাকতালীয়ভাবে সামাজিক মাধ্যমে ছবি দেখেই প্রথম সুযোগ আসে। আন্তর্জাতিক একটি বিজ্ঞাপনে কাজ করার পর তিনি আরও অনেকগুলো পথ খুলে যেতে দেখেন।

কিন্তু দক্ষতা থাকা সত্ত্বেও তাকে বেশিরভাগ সময় সহ-চরিত্র বা নেগেটিভ রোলে দেখা যায়, এটাই আজ অনেক ভক্তের বড় আক্ষেপের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সবার ক্ষোভের কেন্দ্রবিন্দু একটাই যে, এত সুন্দরী আর পর্দায় উপস্থিতি এত প্রাণবন্ত একজন অভিনেত্রী কেন বারবার পার্শ্বচরিত্রে আটকে থাকছেন? অনেকের মতে, তাকে নায়িকা হিসেবে সহজেই মানিয়ে নেওয়া যেত। কারণ চেহারা থেকে অভিনয়, দুটোই দর্শকের কাছে গ্রহণযোগ্য।

একইসঙ্গে তাদের আরও আক্ষেপ যে, শিল্পে যেখানে বয়সে বড় অভিনেত্রীও নায়িকার জায়গা পেয়ে যান। সেখানে কৌশাম্বির মতো একজন নতুন মুখকে সুযোগ দিতে এত কার্পণ্য কেন? এই প্রশ্নগুলো ঘুরেফিরে আসছে কারণ দর্শকের চোখে কৌশাম্বির সম্ভাবনা অনেক বড়। তবে, বিতর্কের অন্য দিকও রয়েছে। কেউ কেউ মনে করেন যে নায়িকার চরিত্র সবসময়ই একটু আলাদা রকম শক্তিশালী উপস্থিতি দাবি করে, যা শুধুমাত্র সৌন্দর্য বা জনপ্রিয়তার ওপর নির্ভর করে না।

আরও পড়ুনঃ ‘নেতামন্ত্রীদের নাম ব্যবহার করলে তাড়াতাড়ি জনপ্রিয় হওয়া যায়, ভাইরাল হ‌ওয়া যায়!’ তবে কি অনির্বাণের ‘হুলিগান‌ইজম’কে ব্যঙ্গ করলেন শিলাজিৎ?

কৌশাম্বি যে ধরনের সূক্ষ্ম অভিনয় পার্শ্ব চরিত্রে দেখান, সেখানে অনেক সময় নায়িকার চেয়ে বেশি গভীরতা থাকে। তাই বর্তমান অবস্থানে তিনি বরং নিজের প্রতিভাকে আরও পরিপক্বভাবে কাজে লাগাচ্ছেন বলে অনেকের মত। এই ধরনের যুক্তি অবশ্য সবার পছন্দ না, কারণ অনেক দর্শকই চান তাকে নতুন রূপে দেখতে। সন্দর্য ও দক্ষতা থাকা সত্ত্বেও একজন শিল্পী নায়িকা হতে না পারার পেছনে কারণ কি শুধুই শিল্প-দর্শন, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে চ্যানেলের সিদ্ধান্ত, গল্পের চাহিদা, কিংবা ইন্ডাস্ট্রির নির্ধারিত মানদণ্ড? আপনাদের কী মতামত?