ইন্ডিয়ান আইডল মঞ্চ থেকে সরাসরি বিধানসভায়! দেশের সর্বকনিষ্ঠ জেন জি বিধায়ক মৈথিলি ঠাকুরে চমকে গেল বিহার! মুগ্ধ প্রধানমন্ত্রী মোদীও!

বিহারে এবার রাজনৈতিক হাওয়া বদলে গেল আগেই। গেরুয়া ঝড়ে কাঁপল রাজ্য, একইসঙ্গে নীতীশ কুমারের ম্যাজিকও যে এখনো অটুট—তা ফের প্রমাণ হল। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ একপ্রকার দাপট দেখিয়েই ডবল সেঞ্চুরি হাঁকাল। সেই জয়ের উচ্ছ্বাসের মাঝেই চোখের কেন্দ্রে উঠে এলেন এক তরুণী—ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা মৈথিলি ঠাকুর। আলিনগর থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে নেমেই সাড়া ফেলেছিলেন তিনি। শুক্রবার সেই সমর্থনের প্রতিফলন মিলল ব্যালট বাক্সে। বিশাল ভোটে জিতে বিধায়ক হলেন তিনি—আর তাতেই রেকর্ড গড়লেন ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে।

২০০০ সালের ২৫শে জুলাই জন্ম মৈথিলির। মাত্র ২৪ বছর বয়সে রাজনীতির অঙ্গনে নিজের প্রথম পদক্ষেপেই দেশের প্রথম ‘জেন জি বিধায়ক’ হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। নির্বাচন কমিশনের হিসেব বলছে, ১২,০৩৬ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন এই তরুণী। বিজয়ী হওয়ার পর মৈথিলি বলেন, “এটা সত্যিই স্বপ্নের মতো। মানুষ আমাকে ভরসা করে দায়িত্ব দিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখব।” তিনি জানান, প্রচারের সময় নিজের ডায়েরিতে প্রতিটি সমস্যার নোট নিয়েছেন—কোথায় কী পরিবর্তন প্রয়োজন, কোথায় উন্নয়ন থমকে আছে—সবই খুঁটিয়ে লিখে রেখেছেন।

রাজনীতি তাঁর কাছে নতুন হলেও মানুষের সঙ্গে মিশে কাজ করার ইচ্ছেটাই যেন তাঁর সবচেয়ে বড় শক্তি। মৈথিলির কথায়, “আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের পাশে দাঁড়াতে চাই। আগামী পাঁচ বছর আমার কাজই প্রমাণ করবে যে একজন তরুণ প্রার্থীকে সুযোগ দেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত ছিল।” তাঁর এই আত্মবিশ্বাস আর দায়িত্ববোধে সমর্থকদের মুখে এখন জয়ের পাশাপাশি আশার আলোও ফুটে উঠেছে।

মঞ্চে গান দিয়ে যাত্রা শুরু হলেও মৈথিলির পথচলা বরাবরই সংগ্রামের। ইন্ডিয়ান আইডল জুনিয়র, সারেগামাপা লিটল চ্যাম্পস কিংবা রাইজিং স্টার—মঞ্চ থেকে মঞ্চে ঘুরে নিজের জায়গা বানিয়েছিলেন তিনি। ১৭ বছর বয়সে রাইজিং স্টারের রানার আপ হয়ে আলোচনায় আসেন। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁর লোকগান ঝড় তোলে, কোটি কোটি শ্রোতার মন ছুঁয়ে যায় তাঁর কণ্ঠে মৈথিলি-সংস্কৃতির ছোঁয়া। ২০২১ সালে সংগীত নাটক আকাদেমির ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারও পান তিনি। এমনকি তাঁর শিব স্তোত্রম শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুগ্ধ হয়েছিলেন—স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন ‘ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড’।

আরও পড়ুনঃ “এমন মা দেখিনি, ছেলেকে ছেড়ে সারাদিন বৌমার পেছনে ঘুরছে” রাগ পর্দার ‘বিহান’ অর্কপ্রভর! স্টার জলসার ‘কম্পাস’-এ শাশুড়ি-বৌমার অনন্য সম্পর্ক নজর কাড়ছে সবার! দর্শকদের মতে সেরা জুটি কম্পাস-ঋতজা! আপনাদের কেমন লাগছে এই জুটি?

আজ সেই মঞ্চের তারকা নতুন পরিচয়ে। লোকগানের সুরে মন জিতে নেওয়া এই মেয়েটি এবার মাঠে নামছেন মানুষের সমস্যার সমাধান করতে। আলিনগরের নতুন বিধায়ক হিসেবে মৈথিলি ঠাকুর এখন শুধু রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই নন—তিনি হয়ে উঠেছেন ভারতের তরুণ প্রজন্মের অনুপ্রেরণাও।