“এমন মা দেখিনি, ছেলেকে ছেড়ে সারাদিন বৌমার পেছনে ঘুরছে” রাগ পর্দার ‘বিহান’ অর্কপ্রভর! স্টার জলসার ‘কম্পাস’-এ শাশুড়ি-বৌমার অনন্য সম্পর্ক নজর কাড়ছে সবার! দর্শকদের মতে সেরা জুটি কম্পাস-ঋতজা! আপনাদের কেমন লাগছে এই জুটি?

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কম্পাস’ (Compass) সম্প্রচার শুরু হয়েছে কয়েক মাস আগেই, তবে এর মধ্যেই দর্শকের মন জয় করেছে পর্দার এক অদ্ভুত জুটি— কম্পাস ও তাঁর শাশুড়ি ঋতজা। সাধারণত ধারাবাহিকে বৌমা–শাশুড়ির সম্পর্কে টানাপোড়েনের গল্পই দেখা যায়, কিন্তু এই ধারাবাহিকে যেন ঠিক উল্টো চিত্র। বরং দর্শকদের কাছে এখন এই দুই নারীর বন্ধুত্বই সবচেয়ে আকর্ষণীয় দিক হয়ে উঠেছে। পর্দার বাইরে যেমন তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তেমনি শুটিংয়ের ফাঁকে হাসিঠাট্টা আর মজার মুহূর্তে জমে উঠছে তাঁদের আড্ডাও।

সম্প্রতি সেই অফস্ক্রিন মুহূর্তেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, শুটিং বিরতির সময় কম্পাস অর্থাৎ নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী, তাঁর অনস্ক্রিন স্বামী বিহান অর্থাৎ অর্কপ্রভ রায়, আর বিহানের মা ঋতজা চরিত্রে অভিনয় করা মল্লিকা মজুমদার প্রাণ খুলে আড্ডা দিচ্ছেন সাংবাদিকদের সঙ্গে। অর্কপ্রভ মজা করে বলেন, “এমন মা আমি দেখিনি, ছেলেকে ছেড়ে সারাদিন বৌমার পেছনে ঘুরছে। রোজ সিন এলেই ভাবি, আজকে বোধহয় কম্পাস শাশুড়ির কাছে বকা খাবে।

কিন্তু সেটা আর হয় না, উল্টে আরও বেশি কাছাকাছি চলে আসে দু’জনে!” এই মন্তব্য শুনে উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে। প্রসঙ্গত, মল্লিকার অভিনয় দর্শকদের বিশেষ পছন্দ, তবে এই ধারাবাহিকে যেন তাঁর অভিনয় একটু বেশীই ভালো লাগছে সকলের। ধারাবাহিকে ঘটনাচক্রে বিহানের সঙ্গে কম্পাসের বিয়ে হয়ে যায়। শুধু বিহন কেন, অনেকেই মানতে পারেনি কম্পাসের সঙ্গে এই বিয়ে। কিন্তু সব সময়ে কম্পাসের ঢাল হয়ে দাঁড়িয়েছেন বিহানের মা ঋতজা।

দর্শকদের কাছে তাই এখন বিহান-কম্পাসের জুটির থেকেও বেশি পছন্দের কম্পাস-ঋতজা জুটি! অন্যদিকে, অর্কপ্রভর এমন বক্তব্যের পর মল্লিকাও নিজের চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “মা ছেলেকে বেশি ভালোবাসে বলেই, তার সংসারটা গুছিয়ে দিতে চায়। মা জানে কম্পাসের সঙ্গেই বিহান সুখী হবে, তাই বৌমাকে আগলে রাখছে। এদিকে ছেলে হিংসা করেই শেষ!” এই কথাটিই স্পষ্ট যে, ধারাবাহিকের গল্পে মা ও বৌমার সম্পর্কটিকে কতটা মানবিকভাবে দেখানো হয়েছে।

দর্শকরাও সেই মানবিকতাকেই ভালোবেসেছেন, তাই একটু বেশীই জনপ্রিয় হয়ে উঠেছে কম্পাস-ঋতজা জুটি। পর্দায় যতটা প্রাণবন্ত তাঁদের রসায়ন, পর্দার বাইরেও ততটাই বাস্তব বন্ধুত্ব স্পষ্ট তাঁদের মধ্যে। নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী এর আগে মূলত মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ করেছেন। প্রযোজক সুশান্ত দাসের হাত ধরে এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আসা। অন্যদিকে, অর্কপ্রভ ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন ‘তোমাদের রাণী’ ও ‘দুই শালিক’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।

আরও পড়ুনঃ “আমার কোন‌ও অধিকার নেই আরেকটা মানুষের গায়ে হাত তোলার সেই কারণে বাচ্চাদের গায়ে হাত তুলিনা!”, “বাবা, মার হাতে যারা মার খায়নি তারা মানুষ হতে পারবেনা!” সন্তান শাসন নিয়ে শুভশ্রীকে তির্যক কটাক্ষ দেবের?

তাঁদের সঙ্গে মল্লিকার স্বতঃস্ফূর্ত অভিনয় যে আরও প্রাণবন্ত করে তুলেছে ধারাবাহিকের গল্পটাকে। যদিও ‘কম্পাস’ এখনও টিআরপি তালিকায় বিশেষ উচ্চতায় পৌঁছয়নি, তবু এই ধারাবাহিকের চরিত্রদের রসায়ন নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা তুঙ্গে। দর্শকরাও লিখছেন, “এমন শাশুড়ি-বৌমা সম্পর্ক আগে দেখিনি, সত্যি খুব রিফ্রেশিং!” তাই এখন টেলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু গল্প নয়, বরং এই তিন শিল্পীর অফস্ক্রিন বন্ধুত্বই। আপনাদের কেমন লাগে কম্পাস-ঋতজা জুটি?