‘হাতকাটা বা হাটুর উপরে পোশাক পরব না…শরীর দেখিয়ে কাজ করব না!’ বলেছিলেন শ্বেতা! ‘কী এখন শরীর বিক্রি হচ্ছে না?’ ‘বসতেও জানেন না, অ’ন্তর্বা’স স্পষ্ট…সব সীমা ছাড়িয়ে গেছেন!’– শ্বেতার পোশাক নিয়ে তীব্র কটা’ক্ষ নেটিজেনদের ! অতীতের মন্তব্যের বিপরীতে নতুন ছবি ভাইরাল হওয়ায় নয়া বিতর্কে অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya), দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করছেন। তবে, মাস খানেক আগে এক তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছিলেন! একটি সাক্ষাৎকারে তিনি পর্দায় পোশাক নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন। যেখানে বলেছিলেন, কখনই তিনি হাটুর উপরে পোশাক পরবেন না আর হাতকাটা পোশাক তো দূরের কথা। সেই সময় তাঁর এই মন্তব্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ বলেছিলেন, এতে তিনি অন্যদের পোশাক স্বাধীনতার অধিকার খর্ব করছেন। আবার অনেকে তাঁকে এই মন্তব্যের জন্য সমর্থনও করেছিলেন।

তবে, সম্প্রতি শ্বেতার কিছু ছবি প্রকাশ্যে এসেছে বা বলা ভালো রাতারাতি ভাইরাল! যেখানে দেখা যাচ্ছে, তিনি পরেছেন একটি মেরুন রঙের শর্ট ড্রেস, যা তাঁর পুরানো ‘স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরি না, হাটুর নিচেই জামা পরি’ বক্তব্যের বিপরীত! এই ছবি প্রকাশের পরই নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর সেই পুরানো মন্তব্যকে স্মরণ করে কটাক্ষ করছেন। এক ব্যক্তি মন্তব্য করেছেন, “তুমি তো বলেছিলে যে কখনই হাটুর উপরে পোশাক পরবে না, তাহলে এখন কি করছো? মুখে বড় বড় কথা, কিন্তু বাস্তবে ঠিক উল্টো!”

আরেকজন আবার বলেছেন, “তুমি বলেছিলে হাতকাটা পোশাক পরবে না, কিন্তু এখন তো সে সব সীমা ছাড়িয়ে গেছো। ছবিটিতে অন্ত’র্বাসও দেখা যাচ্ছে! এটা কি আদতে নিজেদের সঠিকভাবে উপস্থাপন করার পদ্ধতি?” প্রসঙ্গত, ছবিটিতে শ্বেতার পোশাকটি ফুলহাতা হলেও, তার বসার ধরনের অনেকেই আপত্তি জানিয়েছেন। কিন্তু এটা সত্যিই মজার কারণ যে, শ্বেতা যে পোশাক নিয়ে এত কথা বলেছিলেন, সেখানে তাঁরই এমন ছবি দেখা যাওয়ার পর সবাই মনে করছে যে তিনি নিজেই তার মানদণ্ড ভেঙে ফেলেছেন।

যেহেতু তিনি নিজে বলেছিলেন যে, ‘শরীরের বিক্রির উদ্দেশ্যে’ তিনি অভিনয়ে আসেননি। কিন্তু এই ছবিতে এমন পোশাক পরার মাধ্যমে, অনেকেই মনে করছেন এটা তাঁর বক্তব্যের সাথে কোনও ভাবেই মেলানো যাচ্ছে না। এই মুহূর্তে নেটিজেনরা যেভাবে তাঁর ছবি নিয়ে কটাক্ষ করছেন, সেটা যেন পুরানো কথার প্রেক্ষিতে পুরো ছবিটিই পাল্টে দিয়েছে। মানুষ এরকম পরিস্থিতিতে নিজের বক্তব্য নিয়ে দ্বিধায় পড়ে যায়, কারণ একদিকে তাঁর ব্যক্তিগত পছন্দ আর অন্যদিকে সামাজিক মাধ্যমের চাপে কিছুটা বাধ্যতাও থাকতে পারে।

আরও পড়ুনঃ টলিউডে নতুন তারকা মোহনা মাদনানি! জিৎ-এর স্ত্রী এবার বড় পর্দার নায়িকা! দীর্ঘদিনের সুখী দাম্পত্যের পর, এবার একসঙ্গে পর্দায় কাঁপাতে আসছেন দু’জনে! কোন ছবিতে?

তবে, এভাবে নিজের বক্তব্যের বিপরীতে যেতে শ্বেতা যেন নিজেই নিজেকে ছোট করেছেন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি শুধু শ্বেতার পোশাক নিয়ে নয়, বরং একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে– আমাদের সমাজে একজন শিল্পী বা সেলিব্রিটির ঠিক কতটা সংযত হওয়া উচিত? যখন একজন সেলিব্রিটি কিছু বলবে বা কোনও সিদ্ধান্ত নেবে, তখন তার আগে যা বলেছিল বা করেছেন, তা কেন মনে রাখবেন না? এই প্রশ্নগুলো হয়তো অনেকেরই মাথায় ঘুরছে, তবে অন্যের ব্যক্তিগত পছন্দ নিয়ে আলোচনা করার আগে, তাঁরও ঠিক ততটা সচেতন হওয়াও গুরুত্বপূর্ণ নিজের ক্ষেত্রও!

You cannot copy content of this page