স্বেচ্ছায় ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া? ‘অপর্ণা’ চরিত্রে দেখা মিলবে ‘এসো মা লক্ষ্মী’ খ্যাত প্রত্যুষা পালের? আগামীকাল থেকেই শুটিং শুরু, জিতুর সঙ্গে তাঁর জুটি কি ধারাবাহিককে দেবে নতুন ছন্দ?

টেলিপাড়ায় এখন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। চলতি সপ্তাহের শেষের দিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা। আর্য চরিত্রে জিতু কমলের ফিরে আসায়, আবার সবাই ধারাবাহিকটি নিয়ে মেতে উঠেছিলেন। কিন্তু একদিন কাটতে না কাটতেই বোঝা গেল, শুটিং ফ্লোরে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা এখনও থামেনি!

আর্য সিংহ রায় চরিত্রে কে থাকবেন, তা নিয়ে জোরদার গুঞ্জন, অভিযোগ-প্রতিঅভিযোগ আর শিল্পীদের মধ্যে অস্বস্তির খবর টেলিভিশন মহলকে নাড়িয়ে দিয়েছে। আবারও তেমনি ইঙ্গিত? গত কয়েক দিন ধরে আমরা দেখেছি, কখনও জিতু কমলের অসন্তোষ তো কখনো আবার দিতিপ্রিয়া রায়ের পাল্টা বক্তব্য, সব মিলিয়ে চিত্রনাট্যের বাইরে অন্য একটা অন্য পর্যায় নাটক যেন তৈরি হয়েছিল। দর্শকও বিতর্কে মেতে ছিলেন সমাজ মাধ্যমে।

যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি খানিক স্বাভাবিক হয়েছিল যখন জিতু কমল ফের শুটিংয়ে যোগ দেন। মনে হচ্ছিল, ঠান্ডা লড়াইয়ের পর্ব এবার বুঝি শেষ। কিন্তু পরদিনই নতুন করে ঝড় উঠল দিতিপ্রিয়ার অভিযোগে– সহ-অভিনেতার আচরণ, সমাজ মাধ্যমে ভক্তদের কটূক্তি এবং মানসিক চাপে তিনি নাকি কাজ করতে পারছেন না! এই পরিস্থিতিতে তিনি আর্টিস্ট ফোরাম এবং মহিলা কমিশনের দ্বারস্থ হন বলেই টেলিপাড়ায় ছড়িয়ে পড়ে খবর। এখন শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া রায় নিজে থেকেই ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর এখানেই আসে বড় চমক! অপর্ণা চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী ‘প্রত্যুষা পাল’কে। বহু দর্শকের কাছেই তিনি পরিচিত মুখ, বিশেষত ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকে দেবী লক্ষ্মীর রূপে তাঁর উপস্থিতি ছিল মনে রাখার মতো। আধ্যাত্মিক আবহ, শক্তিশালী পর্দা উপস্থিতি ও শান্ত অভিনয়ের জন্য তিনি তখন থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। এবার আবারও তিনি ফিরছেন চেনা ঘরানার বাইরে অন্য ভূমিকায়। বহুদিন পর তাকে আবারও প্রধান চরিত্রে ফেরানোর সিদ্ধান্তকে অনেকেই সাহসী পদক্ষেপ বলে মনে করছেন।

আরও পড়ুনঃ শালীদের দাবি মতো টাকা দিতে হবে! না হলে মৌবনীকেই হাপিস করে দেব! জাদুকর পরিবারে বিয়ের আগেই হুমকি পেলেন পাত্র!

‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’তে তাঁর শেষ কাজের পর ভক্তরা ফের তাঁকে পর্দায় দেখতে চাইছিলেন, সেই প্রত্যাশারও বাস্তবায়ন হতে চলেছে এবার। আগামীকাল থেকে নাকি প্রত্যুষার শুটিং শুরু হওয়ার কথা এবং সেটের ভেতরে-বাইরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে তাঁর যোগদানকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, অভিনয়দক্ষতা এবং দর্শকদের সঙ্গে সংযোগ ধারাবাহিকটিকে আবার নতুন ছন্দ দেবে। বিতর্কে নড়বড়ে হয়ে পড়া গল্পে তাঁর আগমন যেন নতুন প্রাণ সঞ্চার করবে, এমনটাই আশা করছেন নির্মাতা থেকে সাধারণ দর্শক।