‘জীবনে বড় কিছু অর্জনের আকাঙ্ক্ষা ছিল মনে তখন…’ অভিনেত্রীর অদেখা ছবি ভাইরাল, অন্যরকম রূপে চমকে দিলেন তিনি! চেনেন এই অভিনেত্রীকে?

শৈশবের স্মৃতি সব সময়ই মনকে একটু অন্যরকম করে তোলে। বড় হতে হতে সেই ফেলে আসা মানুষ আর পরিবেশ যেন আরও আপন হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সেই অনুভূতি সহজেই ভাগ করে নেওয়া যায়। ঠিক সেভাবেই নিজের ছোটবেলার একটি ছবি তুলে ধরলেন টেলিভিশনের এক পরিচিত মুখ, যাকে দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি।

ছবিটিতে দেখা যাচ্ছে মাত্র ১৩ বছরের এক কিশোরীকে। গাছের পাশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির মুখে স্বপ্নের ছাপ স্পষ্ট। জীবনে কিছু বড় অর্জন করার আকাঙ্ক্ষা তখনই তার মনে গেঁথে ছিল। বড় হয়ে সে শুধু নিজের স্বপ্নকেই পূরণ করেননি, বহু বাঙালির ঘরের আপন মুখ হয়ে উঠেছিলেন।

অনেক সঞ্চালিকা বা অভিনেতা দীর্ঘ সময় কাজ করলেও হঠাৎই হারিয়ে যান। কিন্তু এই সঞ্চালিকা রীতিমতো ব্যতিক্রম। টানা ১৭ বছরের বেশি সময় ধরে জনপ্রিয় রান্নার অনুষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি। অভিনয় থেকে পরিচালনা চিত্রনাট্য—সব ক্ষেত্রেই নিজের প্রতিভা দেখিয়েছেন এই পরিচিত তারকা।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ছবির সেই ছোট্ট মেয়েটি আর কেউ নন, সুদীপা চট্টোপাধ্যায়। যিনি শুধু অভিনেত্রী বা সঞ্চালিকা নন, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং আদিদেবের স্নেহময়ী মা। যদিও এখন তিনি সঞ্চালনার দায়িত্ব থেকে সরে এসে ছেলেকে সময় দেওয়ার পাশাপাশি নিজের ব্যবসা সামলাচ্ছেন। মাঝে মাঝে তাকে নিয়ে সমালোচনাও হয়, কিন্তু ভক্তদের ভালবাসায় তার স্থান অটুট।

আরও পড়ুনঃ “স্ত্রী বাজার করছে আর স্বামী ঘরে বসে খবরের কাগজ পড়ছের থেকে ঘৃ’ণ্য দৃশ্য কিছু হয় না!” “যে পুরুষরা সংসারের কাজে হাত লাগান না, বঞ্চিত হচ্ছেন পরম আনন্দ থেকে!” পুরুষতান্ত্রিক অভ্যাসকে তুলোধোনা কৌশিক গঙ্গোপাধ্যায়ের! রোজকার জীবনে দাপট নয়, সুখ খুঁজে পাওয়ার সূত্র বললেন পরিচালক!

সম্প্রতি সাত বছরে পা দিয়েছে আদিদেব। সুদীপা চেয়েছেন ছেলেকে সাধারণ মানুষের মতো বড় করতে। তাই বাসে ট্রেনে যাতায়াত শেখানোর ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। ২০১৫ সালে অগ্নিদেবকে বিয়ে করার পর আকাশকেও নিজের সন্তানের মতো সামলেছেন সুদীপা। ২০১৮ সালে আদিদেবের জন্মের পর আরও খুশির রঙ লেগেছে পরিবারে। ছোট্ট আদিদেব আজ গোটা পরিবারের নয়নের মণি।