শহরের নামি রেস্তোরাঁয় খাবার খেয়ে অসন্তুষ্ট, দাম শুনেই রেগে গেলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়! মালিককে ডেকে লোক ঠকানোর তীব্র অভিযোগ! শেষ পর্যন্ত প্লেট ভাঙচুরে চরমে উঠল উত্তেজনা, ভিডিও ছড়াতেই চাঞ্চল্য নেটপাড়ায়! ঠিক কী ঘটেছে?

টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে (Kaushik Banerjee) আজ অনেকে মূলত ছোটপর্দায় দেখলেও, তাঁর দীর্ঘ যাত্রার শিকড় লুকিয়ে আছে আরও গভীরে। বাবার হাত ধরে সিনেমার সেটে ঘোরাঘুরি করতে করতেই অভিনয়ের সঙ্গে তাঁর পরিচয় তৈরি হয়েছিল, তখনও টেলিভিশন মাধ্যমটা জনপ্রিয় হয়ে ওঠেনি। পরে বাংলা ছবিতে যখন খলনায়কের চরিত্রগুলো গুরুত্ব পেতে শুরু করল, তখন কৌশিক তাঁর নিজস্ব অভিনয়শৈলীতে আলাদা জায়গা করে নিলেন। কঠিন চরিত্র হোক বা তীক্ষ্ণ দৃষ্টির ভিলেন হিসেবেও তিনি দর্শকের মনে যে ছাপ ফেলেছিলেন, তা সহজে মুছে যাবে না।

এখন বড়পর্দার থেকে তিনি বেশি করেন ধারাবাহিকের কাজ আর সেখানেও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের আগ্রহ কম নয়। কিছুদিন আগে ‘যোগমায়া’ ধারাবাহিকে তাঁর উপস্থিতি বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছিল, সেটাই প্রমাণ যে সময় যতই বদলাক, তাঁর অভিনয়ের ধার কমেনি। শুধু অভিনেতা হিসেবে নয়, সহকর্মীদের চোখে ইন্ডাস্ট্রির এক সম্মানিত মানুষ হিসেবেও তিনি পরিচিত। বহু বছরের অভিজ্ঞতা আর নিজের কাজের প্রতি নীরব নিষ্ঠা, এই দুটো জিনিসই তাঁকে বাংলা বিনোদনজগতের একটি নির্ভরযোগ্য নাম করে তুলেছে।

তবে, সম্প্রতি তাঁর একটি ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে তোলপাড়! ঠিক কী আছে সেখানে? দেখা গেল, শহরের এক নামি রেস্তোরাঁ। মূলত যেটি বিরিয়ানির জন্যই বিখ্যাত, সেখানে সারাদিন তাঁর আসন্ন ‘দানব’ ছবির প্রচার শেষ করার পর খেয়ে গিয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি ফিসফ্রাই অর্ডার করেছিলেন, যেটি নাকি একেবারেই ঠিক লাগেনি তাঁর। ভিডিওর শুরুতেই তাঁকে সঙ্গে টাকা লোকেদের ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘এত কষ্ট করে একটা ছবি তৈরি করেছি, এডিটিং হয়েছে, শুটিং হয়েছে। এখন সেটার প্রচারে সারাদিন ঘোরার পর এখানে খেতে আনলে!’

অভিনেতা রেগে গিয়ে দাম জানতে চান খাইয়ারের, তাঁকে সেটা জানানো হতেই আরও রেগে যান তিনি। পরবর্তীতে রেস্তোরাঁর বাবুর্চি এবং মালিককেও ডাকা হয়, বচসা চরমে ওঠে! অভিনেতার সঙ্গে যারা ছিলেন, তারা প্লেট ভাঙচুর করতে থাকেন। অভিনেতা অভিযোগ করেন, খাওয়ারের দাম অনুযায়ী যে মানের মাছ দেওয়া হচ্ছে সেটা কখনওই ভেটকি মাছ হতে পারে না! তিনি বলেন, এত কম দামে ওই মাছ দেওয়া সম্ভব নয়। তাই মালিক অন্য মাছকেই এমন ভাবে খাওয়াচ্ছেন যাতে কেউ বুঝতে না পারে।

আরও পড়ুনঃ “কবে আবার পোস্ট করতে পারব জানি না, আজ সকালে এই অবস্থা…” অনন্যার সঙ্গে বিয়ের আর কয়েক দিন বাকি, সমাজ মাধ্যমে ব্যান্ডেজে ঢাকা সুকান্তের পোস্টে উদ্বেগ চরমে! এই আচমকা অঘটনের পর বদলাবে কি অনন্যা-সুকান্তর সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা? কী ঘটেছে সুকান্তর সঙ্গে?

এদিকে মালিকের দাবি, তিনি বরাবর কম দামে সেরা খাওয়ার খাওয়াতে ভালোবাসেন তাই ওটা ভেটকি মাছ দিয়েই তৈরি। উল্টে অভিনেতা মালিককে বারবার বলতে থাকেন, নিজে আগে খেয়ে বিচার করতে! এভাবেই ঘটনাটি শেষ হয় অস্বস্তিকর অচলাবস্থায়, পরে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর উত্তেজিত আচরণে হতচকিত, আবার কারও মতে বহুদিনের পরিচিত মুখ হিসেবে এমন ক্ষোভ প্রকাশের আগে সংযম দেখানো উচিত ছিল।