ছোটপর্দায় আবার ফিরছেন ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj)! আর এই খবরেই সরগরম এখন টেলিপাড়া। বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে থাকার পর তাঁকে আবার দেখা যাবে স্টার জলসার ধারাবাহিকে! এর আগে ‘বুলেট সরোজিনী’তে তাঁকে দেখা গেলেও, সেই চরিত্র থেকে মাঝপথে সরে দাঁড়ানো নিয়ে নানান আলোচনা তৈরি হয়েছিল। সে সময় তিনি জানিয়েছিলেন, বয়সে সমবয়সী চার সন্তানের মায়ের চরিত্রে নিজেকে এখনই স্বাচ্ছন্দ্য লাগছে না।
তাঁর এই সিদ্ধান্তের ফলে হঠাৎ করেই ধারাবাহিকের সদস্যদের খানিকটা বিপাকে পড়তে হয়েছিল ঠিকই, কিন্তু শ্রীময়ী নিজের অবস্থানে অনড় ছিলেন, এটা তিনিই জানিয়েছিলেন সামাজ মাধ্যমে। তবে তারপরেও তাঁকে নিয়ে যে জল্পনা থামেনি, তা বোঝাই যায় প্রতিনিয়ত সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেখে। ওই ধারাবাহিক শুরু থেকেই নেটদুনিয়ায় তাঁর অভিনয় নিয়ে সমালোচনা এবং নানা মন্তব্য ভেসে বেড়াচ্ছিল।
অনেকেই মনে করেছিলেন, এই নেতিবাচক প্রতিক্রিয়াই হয়তো তাঁকে চরিত্র ছাড়তে বাধ্য করেছে। যদিও শ্রীময়ী একবারের জন্যও সেই অভিযোগকে সমর্থন করেননি। অভিনয় জগতে ফিরে আসার প্রস্তুতির মধ্যেই তিনি বরং নিজের শরীর ও মানসিক পরিসরকে বুঝে নেওয়ার সময় নিয়েছিলেন। তবে সব বিতর্ক সরিয়ে এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। তাঁকে এবার নতুন চরিত্রে দেখা যাবে, ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে।
আগামী ১ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু হবে নতুন এই গল্পের আর তার মধ্যেই শ্রীময়ীর প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। মা হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে তিনি যে ধীরে ধীরে আবার কাজের দিকেই ফিরতে চাইছেন, তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ এই নতুন প্রজেক্ট। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হওয়ার খবরে তাঁর ভক্তরা বেশ উৎসাহী। গল্পে তাঁর চরিত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও, তাঁকে আবার শক্তিশালী ভূমিকায় দেখা যাবে বলে ধারণা।
আরও পড়ুনঃ মায়ের সেট-রুটিনেই ভরসা মেয়ের! ইন্ডাস্ট্রির আলোচনায় প্রশ্ন, কেন সেটে দিতিপ্রিয়ার পাশে সবসময় থাকেন তাঁর মা? অবশেষে কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী!
তার ওপর ‘গাঁটছড়া’র পর আবার জুটিতে ফিরছেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়, এই জনপ্রিয় জুটিকে নিয়ে প্রত্যাশা আগের থেকেও বেশি। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম দিন থেকেই ছোট পর্দায় নতুন উদ্দীপনা নিয়ে শুরু হবে শ্রীময়ীর দ্বিতীয় ইনিংস। আগের অভিজ্ঞতাগুলো পিছনে ফেলে নতুন চরিত্রে কতটা স্বতঃস্ফূর্ত হয়ে উঠতে পারেন তিনি, সেটাই এখন দেখার। তবে একটা ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলা টেলিভিশনের দর্শক তাঁকে আবার দেখতে চান কি না, আর ‘মিলন হবে কতদিনে’ সেই অপেক্ষারই জবাব নিয়ে আসছে।






