‘ধর্মের অবমাননা হচ্ছে, ভক্তিগীতিতে এমন পোশাক কি মানায়!’ ‘সবকিছুতে বাড়াবাড়ি, শ্রীচৈতন্যও চৈতন্য হারিয়ে ফেলতেন!’ শুভশ্রীর ছবির গানে রিল বানিয়ে বিতর্কে সুস্মিতা রায়! অভিনেত্রীর কৃষ্ণসাধিকা সাজ ঘিরে তীব্র কটাক্ষ নেটপাড়ায়!

বড়দিনে পর্দায় আসতে চলেছে শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Rey)। এই ছবিতে শুভশ্রী অভিনয় করেছেন নটী বিনোদিনীর চরিত্রে, এখানে একপর্যায়ে তাকে শ্রীচৈতন্য সাজেও দেখা যাবে। ইতিমধ্যেই জোর কত হয়ে শুরু হয়ে গেছে, ছবির প্রচার পর্ব। রোজ শুভশ্রীকে বিভিন্ন রকম শাড়ি ও গয়নায়, সাবেকি সাজে দেখা যাচ্ছে। এদিকে ছবির দুটি গান মুক্তি পেয়েছে, যার মধ্যে শুভশ্রী অভিনীত ‘দেখো দেখো কানাইয়ে’ গানটি সবার মন ছুঁয়ে গেছে।

নতুন এই ভক্তিগীতি সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সবাই রিল বানিয়ে পোস্ট করছেন সেই গানে। এই গানেই, এমনই কৃষ্ণসাধিকা সাজে ফটোশুট আর রিল বানাতে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন ছোটপর্দার অভিনেত্রী এবং উদ্যোক্তা ‘সুস্মিতা রায়’ (Susmita Roy)। এদিন তাঁকে দেখা যায়, সোনালী রঙের শাড়ি পরে কপালে তিলক এঁকে ফটোশুট করতে ওই গানে। খোলা চুলে, বাহু তুলে ভক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। কিন্তু বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে তাঁর স্লিভলেস ব্লাউজ!

মেরুন রঙের সেই ব্লাউজ নাকি অত্যধিক বেমানান বলছেন সমাজ মাধ্যমে সবাই! একাংশের মতে সুন্দর লাগতেই পারে, তবে ভক্তিগীতিতে এমন পোশাক পরা মোটেই উচিত নয়। এতে সংস্কৃতি এবং ধর্মের অবমাননা হয়। কেউ কেউ বলছেন, “বছরের শুরুতেই রুক্মিণী মৈত্র বিনোদিনী চরিত্রে অভিনয় করেছিলেন আর শুভশ্রীও করলেন, দুজনের কাউকেই এমন অভদ্র পোশাক পড়ে ভিডিও ছবি তুলতে দেখিনি!” অন্যজন বলছেন, “এটা কি?

অতি বিশ্রী লাগছে! এরকম সাধন সঙ্গিনী থাকলে, শ্রীচৈতন্যও চৈতন্য হারিয়ে ফেলতেন!” একজন বলেছেন, “স্লিভলেস না পরলে আরো ভালো হতো, ব্লাউজটা একটু চিন্তা-ভাবনা করে পরতে পারতেন। এই গানের সঙ্গে এমন পোশাক কি মানা যায়?” আরও কেউ কটাক্ষ করে বলেছেন, “আগে এনাকে খুব ভালো লাগতো, এখন লাগে না আর সেটা তার আলাদা হয়ে যাওয়ার জন্য নয়। ওনার এই সব বিষয় অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলা মোটেই ভালো লাগে না”

আরও পড়ুনঃ বাবা প্রসেনজিৎ সুপারস্টার, ভাই তৃষাণজিৎ হতে চলেছে অভিনেতা, তারকা সন্তানের পরিচয় সত্ত্বেও আড়ালেই রয়ে গেলেন প্রেরণা! ছেলেকে নিয়ে উচ্ছ্বাস, মেয়েকে নিয়ে কেন নীরব বাবা? অভিনয় দুনিয়া থেকে কেন বহু দূরে সুপারস্টারের মেয়ে? কোথায় থাকেন তিনি?

প্রসঙ্গত, চলতি বছরে কমবেশি বিতর্কের কেন্দ্রে থেকেছেন সুস্মিতা। স্বামী সব্যসাচী চক্রবর্তী সঙ্গে জন্মদিনের দিন হঠাৎ বিচ্ছেদ ঘোষণা করার পর থেকে তুঙ্গে ওঠে বিতর্ক। তারপরেও একাধিক বার তাকে সিঁদুর পরতে দেখা গিয়েছিল। তখন অবশ্য তিনি জানিয়েছিলেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, বিচ্ছেদ হলেই সিঁদুর পরা যাবে না, অর্থহীন। বলাই বাহুল্য, বর্তমানে তিনি মিডোকার্ট এবং ক্লিয়ার কার্ট নামক দুই সংস্থার সকল উদ্যোক্তা। তবে বারবার এমন বিতর্ক সৃষ্টি নিঃসন্দেহে তার ভাবমূর্তিতে স্থায়ী প্রভাব ফেলতে পারে।