জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু থেকেই দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে এই ধারাবাহিকের গল্প ধীরে ধীরে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। আর্য ও অপর্ণার সম্পর্কের ওঠানামা, তাঁদের আবেগের লড়াই ধারাবাহিকটিকে আলাদা মাত্রা দিয়েছে।
তবে এই ধারাবাহিক একসময় বিতর্কেও জড়িয়েছিল। প্রথমদিকে অপর্ণা চরিত্রে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। তাঁকে ঘিরেই তৈরি হয়েছিল নানা আলোচনা ও মতভেদ। পরবর্তীতে অপর্ণা চরিত্রে পরিবর্তন এনে শিরিনকে দেখা যায়। শুরুতে দর্শকের একাংশ কিছুটা দ্বিধায় থাকলেও ধীরে ধীরে শিরিনের অভিনয় মন জয় করে নেয়। এখন অপর্ণা মানেই শিরিন—এমনটাই মানছেন বহু দর্শক।
সব ঝড়ঝাপটা সামলে এখন ধারাবাহিকের গল্প পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। পর্দায় চলছে আর্য ও অপর্ণার বিয়ের পর্ব। বিয়ের প্রস্তুতি, পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে এই ট্র্যাক ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে। অনেকেই প্রতিদিন অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত এই বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না, তা দেখার জন্য।
আরও পড়ুনঃ শরমন যোশীর সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাকে, বলিউডে ডাক পেয়ে পাকাপাকি ভাবে ছোট পর্দা ছাড়ছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী?
এই বিয়ের দৃশ্য নিয়েই মুখ খুলেছেন পর্দার আর্য, অর্থাৎ অভিনেতা জিতু কমল। তিনি জানিয়েছেন, ধারাবাহিকে যে ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যাচ্ছে, বাস্তব জীবনে এমন অভিজ্ঞতা তাঁর কখনও হয়নি। একদিকে গায়ে হলুদের জন্য আলাদা সেট, অন্যদিকে বিয়ের জন্য তৈরি হয়েছে ভিন্ন সেট—সব মিলিয়ে গোটা বিষয়টি তাঁর কাছেও বেশ বিশেষ।
জিতু আরও বলেন, শুধু সেট নয়, এই বিয়ের ট্র্যাক ঘিরে পুরো টিমের এনার্জি চোখে পড়ার মতো। টেকনিশিয়ান থেকে শুরু করে ক্যামেরার পেছনের সমস্ত মানুষ অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছেন। সেই সম্মিলিত পরিশ্রমই পর্দায় ধরা পড়ছে, আর তারই ফল হিসেবে আর্য-অপর্ণার বিয়ের পর্ব দর্শকের মনে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।






