২০২২ সালে খেলনা বাড়ি ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন আরাত্রিকা মাইতি। অল্প সময়ের মধ্যেই ছোটপর্দায় পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। সেই যাত্রাপথ থেমে থাকেনি। ২০২৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেত্রী, যা তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য।
সাফল্যের সঙ্গে সঙ্গে আরাত্রিকাকে ঘিরে প্রেমের গুঞ্জনও বারবার উঠে এসেছে। কখনও আর্য দাশগুপ্ত আবার কখনও অভিষেক বীর শর্মা কিংবা দিব্যজ্যোতি দত্তর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। ভাইরাল ভিডিও থেকে শুরু করে জন্মদিনের মুহূর্ত, সব কিছু নিয়েই নেটদুনিয়ায় তৈরি হয়েছে নানা জল্পনা। তবে অভিনেত্রী বারবারই জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর জীবনের প্রধান লক্ষ্য কেবল কাজ।
প্রেমের আলোচনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে অন্য এক লড়াইয়ের গল্প। আরাত্রিকা আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, তাঁর পরিবারের বড় অংশই অভিনয় পেশাকে সম্মান দিতে পারেননি। মা বাবা পাশে থাকলেও যৌথ পরিবারের অন্য সদস্যরা বরাবরই নেতিবাচক মন্তব্য করেছেন। এমনকি ঝাড়গ্রামের বাসিন্দাদের কাছ থেকেও প্রত্যাশিত সমর্থন পাননি বলে দাবি অভিনেত্রীর।
আরও পড়ুনঃ “আমায় চু’ল্লিতে দিয়ে আয় রে!” হঠাৎ এমন কথা কেন বললেন রুবেল? সকাল হতেই কী এমন ঘটল অভিনেতার সঙ্গে! হঠাৎ এমন মন্তব্যে ছড়াল উদ্বেগ, কী অবস্থায় পড়েছিলেন তিনি? কী জানালেন অভিনেতার স্ত্রী শ্বেতা?
অভিনয় করতে চাওয়ার কথা জানাতেই তাঁকে শুনতে হয়েছিল কটু কথা। তবু সব বাধা পেরিয়ে তৃতীয় ধারাবাহিকের মাথায় বড়পর্দার সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নপূরণের সমান। বড়দিনে মুক্তি পেতে চলা ছবিটি নিয়ে উচ্ছ্বাস থাকলেও এই আনন্দ ভাগ করে নেওয়ার মতো মানুষ কম বলেই জানালেন তিনি।
ঝুঁকিপূর্ণ কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আরাত্রিকা। জোয়ার ভাঁটা ধারাবাহিকের অ্যাকশন দৃশ্য হোক বা লহ গৌরাঙ্গের নাম রে ছবির বিপজ্জনক শুটিং, প্রতিটি ক্ষেত্রেই ঝুঁকি ছিল। ঈশ্বরের কৃপায় অক্ষত থাকলেও পরিবারের উদাসীনতা তাঁকে কষ্ট দেয়। তবু সমস্ত প্রতিকূলতার মাঝেই এগিয়ে যাওয়াই তাঁর লড়াই।






