বছর শেষের আগে অনুরাগীদের দুঃসংবাদ দিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। রবিবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি এবং তাঁর স্বামী গেভ সাতারাওয়ালা আইনত বিচ্ছিন্ন হয়েছেন। দীর্ঘদিন ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা।
একটি ছবি শেয়ার করে শ্রীনন্দা লেখেন, অনেকেই হয়তো আগেই তাঁদের সম্পর্কে পরিবর্তন টের পেয়েছিলেন। তবে বিষয়টি প্রকাশ করার আগে ব্যক্তিগতভাবে প্রস্তুত হতে তাঁদের সময় প্রয়োজন ছিল। তিনি বলেন, জীবনের পথে কখনও কখনও অপ্রত্যাশিত মোড় আসে যা শান্তভাবে গ্রহণ করাই শ্রেয়।
বিচ্ছেদের নির্দিষ্ট কারণ শ্রীনন্দা জানাননি, তবে তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন এই বিষয়ে তাঁর বা তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ না করতে। উল্লেখ্য, শ্রীনন্দার পিসি হলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। পরিবার সম্পর্কে নানা আলোচনা হলেও শ্রীনন্দা স্পষ্ট করে দিয়েছেন যে কোনও মন্তব্য তাঁরা আর করবেন না।
আরও পড়ুনঃ প্রেমচর্চার আড়ালে কঠিন বাস্তব! পরিবারের কেউ সমর্থন করেনি, সমাজের কটু কথা উপেক্ষা করেই এগোচ্ছেন আরাত্রিকা! জানালেন অবহেলার কথা
তিনি আরও জানিয়েছেন যে আগের মতোই অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করে যাবেন। তবে গেভকে আর তাঁর সঙ্গে ভিডিওতে দেখা যাবে না। শ্রীনন্দার কথায়, অনলাইনে দেখা কিছু মুহূর্ত কখনও বৈবাহিক জীবনের বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি বোঝাতে পারে না।
২০০৯ সালে বাঙালি ও পার্সি দুই রীতিতেই বিয়ে করেছিলেন শ্রীনন্দা এবং গেভ। অভিনেত্রী, নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শ্রীনন্দা সবসময় সক্রিয় থাকেন। বিচ্ছেদের ঘোষণা পোস্ট করার পরই বহু অনুসারী মন্তব্য করে জানিয়েছেন যে তাঁরা শ্রীনন্দার পাশে আছেন এবং এই কঠিন সময়ে শক্ত থাকার উৎসাহ দিয়েছেন তাঁকে।






