বাড়িতেই প্রাক্তন শিশুশিল্পীর রহস্যময় মৃ’ত্যু, উদ্ধার নি’থর দেহ! বন্ধ দরজার আড়ালে এমন কিছু ঘটেছিল, যা কেউ কল্পনাও করেনি!

একটি শান্ত আবাসিক এলাকায় হঠাৎই নেমে আসে আতঙ্ক। একটি ফোন কলের ভিত্তিতে সেখানে পৌঁছয় পুলিশ, আর তারপরেই সামনে আসে এক মর্মান্তিক দৃশ্য। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক তরুণীর নি’থর দে’হ। প্রথমে বিষয়টি অস্পষ্ট থাকলেও পরিস্থিতি দেখে দ্রুত বোঝা যায়, এটি স্বাভাবিক মৃ’ত্যু নয়। চারপাশে ছড়িয়ে থাকা নানা আলামত ঘটনায় রহস্য আরও ঘনীভূত করে তোলে।

পুলিশ সূত্রে জানা যায়, তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃ’ত বলে ঘোষণা করেন। দেহে আঘাতের চিহ্ন থাকায় তদন্তকারীদের সন্দেহ আরও বাড়ে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে শুরু হয় জোরদার অনুসন্ধান। প্রথম দু’দিন ঘটনাটি নিয়ে নানা জল্পনা চললেও কর্তৃপক্ষ মুখ খোলেনি।

তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে প্রকাশ্যে আসে পরিচয়। নিহত তরুণীর নাম ইমানি ডিয়া স্মিথ, বয়স মাত্র পঁচিশ। ছোটবেলায় তিনি বিশ্ববিখ্যাত ব্রডওয়ের মঞ্চনাটক ‘দি লায়ন কিং’-এ অভিনয় করেছিলেন। গত ২১ ডিসেম্বর নিউ জার্সির নিজের বাড়ি থেকেই তাঁর দে’হ উদ্ধার হয়। এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, ইমানির দে’হে একাধিক ছু’রিকাঘা’তের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর তাঁর প্রেমিক জর্ডন ডি জ্যাকসন স্মলকে খু’নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইমানির তিন বছরের একটি সন্তান রয়েছে, যার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘স্বাধীনতা, শালীনতা আর শিক্ষার জায়গায় ভারত সত্যিই পিছিয়ে!’ ‘একটা দেশের উন্নতি পোশাকে নয়, মানুষ কতটা মানবিক তার উপর দাঁড়ায়’, সমাজকে আয়নায় দেখালেন কোয়েল মল্লিক! ট্যাবু আর দৃষ্টিভঙ্গির সংকটে ভারত কোথায় দাঁড়িয়ে? প্রশ্ন তুললেন অভিনেত্রী!

ডিজনির অ্যানিমেটেড ছবির উপর ভিত্তি করে তৈরি ‘দি লায়ন কিং’ নাটকটি তার অনন্য কস্টিউম, আফ্রিকান সংস্কৃতির ছোঁয়া ও মঞ্চসজ্জার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। সেই মঞ্চে একসময় যে শিশুশিল্পী দর্শকের মন জয় করেছিল, তার জীবন এমন ভয়ংকর পরিণতিতে শেষ হবে, তা কেউ কল্পনাও করেনি। তদন্ত এখনও চলছে, আর এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা হিংসা ও নিরাপত্তা নিয়ে।

You cannot copy content of this page