নিজের সন্তান, পরিবারের পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা নিয়েও সচেতন অভিনেত্রী কোয়েল মল্লিক! স্বামীর থেকেও পারিশ্রমিক নেন অভিনেত্রী

২২ বছরের দীর্ঘ অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে এমন এক জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, যেখানে বিতর্ক তাঁকে ছুঁতে পারেনি। নিজের স্বভাব নিয়ে তিনি স্পষ্ট। কারও কথায় আঘাত লাগতে পারে এমন কিছু তিনি বলেন না। রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। হঠকারী সিদ্ধান্ত বা উত্তেজিত প্রতিক্রিয়া তাঁর স্বভাব নয়। তাই আলাদা করে পারফেক্ট হওয়ার চেষ্টা নয় বরং স্বাভাবিক ভাবেই তিনি এই মানুষটি হয়ে উঠেছেন।

ধৈর্য তাঁর জীবনের অন্যতম ভিত্তি। খুব কম সময়েই তিনি রেগে যান। দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখার পরে প্রয়োজনে কড়া ভাষায় কথা বললেও চেঁচামেচি বা অপমান কখনও করেন না। কোয়েলের মতে ধৈর্য শুধু অভিনেতাদের জন্য নয় বরং প্রতিটি মানুষের জীবনে ভীষণ জরুরি। এই মানসিকতাই তাঁকে ব্যক্তি জীবন ও পেশাগত জীবনে স্থির থাকতে সাহায্য করেছে।

অভিনয়ের পাশাপাশি সংসার ও মাতৃত্বকেও সমান গুরুত্ব দেন কোয়েল। কেরিয়ার আর পরিবারকে তিনি সংঘাত হিসেবে দেখেন না। তাঁর কাছে অভিনয় যেমন জীবনের অংশ তেমনই সন্তানদের বড় করা মা বাবার খেয়াল রাখা সমান গুরুত্বপূর্ণ। বাড়িতে থাকলে পুরো সময়টাই সন্তানদের দেন। ফোন বা টিভিতে ডুবে থাকেন না। একান্ত নিজের সময়কে তিনি বিলাসিতা বলেন তবে সন্তানদের সান্নিধ্যকেই নিজের আনন্দ বলে মনে করেন।

বন্ধুত্বের ক্ষেত্রেও কোয়েল বেছে চলেন। ছোটবেলার কিছু বন্ধু স্কুল কলেজের প্রিয় মানুষদের সঙ্গেই তাঁর যোগাযোগ। বন্ধুর সংখ্যা কম হলেও সম্পর্ক গভীর। দীর্ঘ অভিনয়জীবন সুখী পরিবার সব কিছুই যেন ধীরে ধীরে তৈরি হয়েছে। প্রথম ছবির পর দ্বিতীয় ছবির নিশ্চয়তাও ছিল না অথচ একের পর এক কাজ করতে করতেই এই জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “আমরা দু’জনেই ম্যাচিওর্, ও ভালো আছে, আমিও…” “সেদিনই সব মিটিয়ে নিয়েছি, অনিশ্চিত জীবনে ঝগড়া পুষে রাখব কোথায়?” শুভশ্রীর সঙ্গে তিক্ততার গুঞ্জন আর ‘ইনোসেন্ট বিতর্ক’ নিয়ে অকপট দেব!

অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কোয়েল ভীষণ সচেতন। স্বামী প্রযোজক নিসপাল সিং রানের কাছ থেকেও তিনি নিয়মিত পারিশ্রমিক নেন। আত্মসম্মানবোধ ও নিজের ব্যাঙ্ক হিসাব তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন প্রত্যেক মহিলারই নিজের আর্থিক বিষয় নিজে দেখা উচিত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থার সৃজনশীল দায়িত্বও সামলান। বড়পর্দার টান এখনও তাঁকে ধরে রেখেছে যদিও ভবিষ্যতে ওয়েব সিরিজের দরজাও যে খোলা আছে তা তিনি অস্বীকার করেন না।

You cannot copy content of this page