‘আমি ক্ষুদিরাম চাকী, আমি ঝু’লি না, ঝো’লাই!’ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অপমা’নজনক সংলাপে তোলপাড় টলিউড, মুক্তির আগেই বিতর্কে রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’

আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’। ছাত্র রাজনীতির পটভূমিতে তৈরি এই ছবির নামেই ফিরেছে এক সময়ের বহুচর্চিত স্লোগান, যা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আলোড়ন তুলেছিল। বড়দিনে প্রকাশিত টিজার দর্শকদের কৌতূহল বাড়ালেও, তার একটি সংলাপ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। মুক্তির আগেই সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী ও ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা।

টিজারের একটি দৃশ্যে পুলিশের উর্দিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই।” এই সংলাপ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। বহু দর্শকের দাবি, দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গ্রহণ করা বিপ্লবী ক্ষুদিরাম বোসের নামের সঙ্গে এ ধরনের সংলাপ ব্যবহার করা অসম্মানজনক। তাঁদের মতে, ইতিহাসের মহানায়ককে নিয়ে এমন শব্দচয়ন বাংলা সংস্কৃতির প্রতি অবহেলা।

এই বিতর্কে আরও নানা প্রশ্ন উঠে এসেছে। কেউ জানতে চেয়েছেন, বাঙালি কি নিজের ইতিহাস ও শিকড় ভুলে যেতে বসেছে। আবার কেউ রাজনৈতিক মহলের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে ব্যঙ্গের সুরে প্রশ্ন উঠেছে, এত জাতীয়তাবাদী বক্তব্য দেওয়া ব্যক্তিত্বদের প্রতিবাদ কোথায়। শাশ্বত চট্টোপাধ্যায়কেও কেউ কেউ কাঠগড়ায় তুলে তাঁর আগের কাজের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। রাজ চক্রবর্তীর পরিচালনায় এর আগেও ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’ ছবিতে তাঁকে শক্তপোক্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। তবে এবার নাম ও সংলাপের মিলেই ক্ষুব্ধ হয়েছেন দর্শকদের একাংশ। এর মধ্যেই কয়েকদিন আগে পাইরেসি সমস্যায় সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হতে হয়েছিল পরিচালককে, আর এখন নতুন করে বিতর্কে জড়াল ছবিটি।

আরও পড়ুনঃ “ইডি পারলে সব লুটে পুটে, অঙ্কুশের সঙ্গে আমাকেও নিয়ে যায়!” ১৯.০৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির পদক্ষেপে জল্পনা বাড়তেই, পরিস্থিতি সামাল দিতে সামনে এলেন ঐন্দ্রিলা! ইডির মামলায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে, জানালেন তাঁদের অবস্থান!

‘হোক কলরব’ ছবিতে শাশ্বতের পাশাপাশি অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। টিজার দেখে স্পষ্ট, ছবিতে থাকছে প্রচুর অ্যাকশন ও রাজনৈতিক টানাপোড়েন। চলতি বছরের আগস্টে ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী এবং জানা যাচ্ছে, এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নতুন বছরের শুরুতেই পরিচালকের প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে চলা ‘হোক কলরব’ যে বিতর্কের আগুন পেরিয়েই দর্শকের সামনে আসছে, তা বলাই বাহুল্য।

You cannot copy content of this page