নিজের দু’ষ্টু ছবি পাঠিয়ে টলি পাড়ার নামী প্রযোজককে নিজের জালে তোলার চেষ্টা করলেন জনপ্রিয় নায়িকা! কাজে দিল দুষ্টু পরিকল্পনা? নাকি পড়লেন বিপাকে?

কেরিয়ারের শুরুতেই কি বিপাকে তরুণ অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, কাজের খোঁজে নাকি তিনি এক প্রভাবশালী প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া। মোবাইলের পর্দা জুড়ে নাকি খোলামেলা ছবির আনাগোনা। উদ্দেশ্য একটাই, নতুন প্রজেক্টে জায়গা পাওয়া। এই নিয়েই শুরু হয়েছে রীতিমতো আলোচনা।

শোনা যাচ্ছে, প্রযোজক নিজেও বেশ অস্বস্তিতে। কারণ অভিনেত্রীর পারিবারিক পরিচিতি যথেষ্ট সম্মানজনক। বাবা মা সংস্কৃতিজগতের পরিচিত মুখ। সেই পরিবারের মেয়ের সঙ্গে এমন খোলামেলা বার্তা আদানপ্রদান কি আদৌ মানানসই। তাই নাকি তিনি দ্বিধায় ভুগছেন। একদিকে পেশাদারি সম্পর্ক, অন্যদিকে সামাজিক সমীকরণ।

টলিপাড়ায় সম্পর্কের রং বদলাতে সময় লাগে না। আগেও বহু নায়িকার নাম জড়িয়েছে ওই প্রযোজকের সঙ্গে। কখনও কাজের সূত্রে, কখনও গসিপে। তবে সব গল্প যে একপাক্ষিক, তা নয়। সুবিধা বুঝে অনেকেই এগিয়ে এসেছেন, আবার সরে গিয়েছেন। এসব পুরনো কথা হলেও এবার পরিস্থিতি নাকি একটু আলাদা।

কানাঘুষো বলছে, অভিনেত্রীর কেরিয়ারে সাম্প্রতিক সময়ে কাজের ঘাটতি চোখে পড়ার মতো। শুরুটা ছিল জোরালো, পরে ভিন্ন ধাঁচের ছবিতে অভিনয় করলেও বিশেষ আলো কাড়তে পারেননি। পরিচিত মুখের ভিড়ে নিজেকে আলাদা করে তুলে ধরা কঠিন হয়ে উঠেছে বলেই দাবি। তাই নতুন সুযোগের খোঁজ।

আরও পড়ুনঃ  এসআইআর শুনানির নোটিস পেলেন কবি জয় গোস্বামী! প্রশ্নের মুখে প্রক্রিয়া, সম্মানীয় ব্যক্তিকে হেন’স্থা নিয়ে ক্ষো’ভে ফুঁসছে পরিবার

এই কারণেই নাকি মাঝেমধ্যেই প্রযোজকের কাছে বার্তা যাচ্ছে। খোলামেলা ছবির মাধ্যমে উপস্থিতি জানানোর চেষ্টা। কিন্তু প্রযোজক পরিবারের কথা ভেবে পিছু হটছেন। শেষমেশ এই কৌশলে আদৌ কাজ মিলবে কি না, তা নিয়েই এখন টলিপাড়ার অন্দরে সবচেয়ে বেশি চাপানউতোর।

You cannot copy content of this page