“গ্ল্যামারের নামে সব সীমা ভাঙাই কি স্টাইল? আমি কী পরব সেটা আমার ব্যক্তিত্ব ঠিক করে, ট্রেন্ড নয়”—ট্রেন্ডের ভিড়ে দাঁড়িয়ে টলিউডকে নতুন প্রশ্নের মুখে ফেললেন কোয়েল মল্লিক, তবে কি বদলাচ্ছে ইন্ডাস্ট্রির চেনা সংজ্ঞা?

টলিউডের কুইন বলতে আজও যাঁর নাম সবার আগে উঠে আসে, তিনি কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্টাইল আর পরিমিত উপস্থিতির জন্য আলাদা করে নজর কাড়েন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নিজেকে বদলালেও নিজের মূল সত্তা কখনও হারাতে দেননি কোয়েল—এটাই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

চলতি বছরে পুজোর মরশুমে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি ‘স্বার্থপর’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, দর্শকের ভালোবাসাও সমানভাবে কুড়িয়েছে এই ছবি। পরিণত অভিনয়, সংযত অভিব্যক্তি আর চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা—সব মিলিয়ে আবারও প্রমাণ করেছেন কেন তিনি টলিউডের অন্যতম ভরসাযোগ্য মুখ।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে ‘মিতিন একটি খুনের সন্ধানে’। জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে কোয়েলের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। রহস্য, বুদ্ধিদীপ্ত সংলাপ আর দৃঢ় নারীর ছাপ—সব মিলিয়ে এই ছবিতেও অভিনেত্রীকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া চোখে পড়ছে। টানা সফল ছবির মধ্য দিয়ে কোয়েল যেন আবারও নিজের অবস্থান আরও শক্ত করছেন।

এরই মাঝে সম্প্রতি গ্ল্যামার ও সাহসী উপস্থিতি নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন কোয়েল মল্লিক। তাঁর প্রশ্ন, গ্ল্যামার মানেই কি সাহসের নামে সব সীমা ভেঙে ফেলা? নাকি নিজের সম্মান, ব্যক্তিত্ব আর মূল্যবোধ আঁকড়ে ধরাই আসল স্টাইল? আজকের ট্রেন্ড-নির্ভর ইন্ডাস্ট্রিতে এই প্রশ্ন নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুনঃ টলিউড তুলকালাম!টলিপাড়ায় রেটিং নিয়ে তোলপাড় দুর্নীতির অভিযোগ! এবার পুলিশের দ্বারস্থ হতে চলেছেন পরিচালক-প্রযোজকরা! এইভাবে এগোবে বাংলা সিনেমা? কি মনে হয় আপনাদের?

কোয়েলের বক্তব্যে স্পষ্ট, তিনি বিশ্বাস করেন আত্মসম্মান আর ব্যক্তিত্বই একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। ট্রেন্ডের চাপে নিজেকে বদলে ফেলার চেয়ে নিজের সীমা নিজে ঠিক করে নেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই ভাবনাই তাঁকে আলাদা করে তোলে—যেখানে গ্ল্যামার আছে, কিন্তু তা কখনওই আত্মসম্মানের দামে নয়।

You cannot copy content of this page