টলিউড তুলকালাম!টলিপাড়ায় রেটিং নিয়ে তোলপাড় দুর্নীতির অভিযোগ! এবার পুলিশের দ্বারস্থ হতে চলেছেন পরিচালক-প্রযোজকরা! এইভাবে এগোবে বাংলা সিনেমা? কি মনে হয় আপনাদের?

বছরের একেবারে শেষ প্রান্তে এসে টলিগঞ্জ সিনেমা পাড়ায় ফের চাঞ্চল্য। প্রযোজক মহলের একাংশের অভিযোগ মুক্তির প্রথম দিনেই একটি ছবির রেটিং পরিকল্পিত ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবি নিয়ে এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠেছে অনলাইন রেটিং আদৌ কতটা বিশ্বাসযোগ্য। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে।

অভিযোগ অনুযায়ী মুক্তির দিন বুক মাই শো প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে ছবিটিকে খুব কম নম্বর দেওয়া হয়। ফলে সামগ্রিক রেটিং নেমে যায় চোখে পড়ার মতো ভাবে। প্রযোজকদের ধারণা কোনও এজেন্সি বা সংগঠিত গোষ্ঠী পরিকল্পনা করে এমন কাজ করেছে। কারণ বর্তমানে অনেক দর্শকই ছবি দেখার সিদ্ধান্ত নেন অনলাইন রেটিং দেখেই। সেই সুযোগকেই কাজে লাগানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রযোজক রাণা সরকার এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন সত্যিই ষড়যন্ত্র হয়েছে কি না তা খুঁজে বের করতেই তদন্ত দরকার। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপরাধ হয় এবং বাংলা ছবির ক্ষেত্রেও কোনও অন্তর্ঘাত হচ্ছে কি না তা খতিয়ে দেখা জরুরি। তাই সমস্ত প্রযোজক পরিচালক একজোট হয়ে লালবাজারে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চলেছেন বলে তিনি জানান।

এই ঘটনায় দেবের নাম জড়াচ্ছে কিনা সেই প্রশ্নও উঠেছে। রাণা সরকারের মতে দেবের সঙ্গে তাঁদের সম্পর্ক এমন নয় যে তিনি সরাসরি এমন কিছুর সঙ্গে যুক্ত হবেন। বরং তৃতীয় কোনও পক্ষ ইচ্ছাকৃত ভাবে তাঁর দিকে আঙুল তুলতে চাইছে কি না সেটাও তদন্তের বিষয়। দেব অবশ্য এই বিতর্কে কোনও মন্তব্য করেননি এবং নিজের ছবি নিয়েই কথা বলতে চান বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘আলো’ থেকে অন্ধকারে! শ্রাবণী বণিকের প্র’য়াণে মুছে গেল, তরুণ মজুমদারের শেষ আবিষ্কার! তাঁর চর্চিত ছবির অংশ থেকে, বিবাহ বহির্ভূত সম্পর্কের দায়ে কলঙ্কিত হতে হয়েছিল অভিনেত্রীকে! এক ব্য’র্থ নায়িকার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস, জানেন কি?

শুধু রেটিং নয় বাংলা ছবির ব্যবসা ঘিরে আরও নানা অনিয়মের অভিযোগ মাঝেমধ্যেই শোনা যায়। ভুয়ো কালেকশন দেখানো হল ভর্তি রাখতে বিনা আগ্রহী দর্শক আনা কিংবা কৃত্রিম উন্মাদনা তৈরির মতো বিষয় নিয়েও কানাঘুষো রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের তদন্ত আদৌ কতটা স্বচ্ছ ছবি সামনে আনে এখন সেদিকেই তাকিয়ে টলিপাড়া।

You cannot copy content of this page