“বিনোদিনী দাসীকেও ব্যক্তিগত জীবনের জন্য অপ’মানিত অসম্মা’নিত হতে হয়েছিল…আজ তাঁকে নিয়ে সাহিত্য, সিনেমা!” নটী বিনোদিনীর সঙ্গে শুভশ্রীর তুলনা টেনে সমালোচকদের ‘আজকের পণ্ডিত গণ’ বলে খোঁচা!

কিছুদিন আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবল তারকা মেসির সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ছবি যে বিতর্কের জন্ম দিয়েছিল, তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আর সেটাই যেন আবার স্পষ্ট হয়ে উঠল অন্য এক প্রসঙ্গে! সাম্প্রতিক সময়ে তাঁর অভিনীত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তির পর নটি বিনোদিনী চরিত্রে শুভশ্রীর কাজ প্রশংসা পেয়েছে অনেকের কাছ থেকেই। ঠিক সেই আবহেই এক ব্যক্তি, গতকাল সমাজ মাধ্যমে অভিনেত্রীর অভিনয়কে সামনে রেখে একটি পোস্ট করেন।

যেখানে শিল্পী হিসেবে শুভশ্রীর পরিচয়কে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত মুহূর্ত বা কার সঙ্গে ছবি নিয়ে আলোচনার ঊর্ধ্বে রাখার কথা বলা হয়। পোস্টটি ছিল নিতান্তই অভিনয়কেন্দ্রিক, কিন্তু সেখানে মেসির সঙ্গে শুভশ্রীর পুরনো ছবির উল্লেখ থাকায় আলোচনার গতিপথ মুহূর্তেই বদলে যায়! শুভশ্রী নিজে সেই পোস্টটি শেয়ারও করেন, সঙ্গে একটি প্রণামের ইমোজি যোগ করে। অনেকের চোখে সেটি ছিল নীরব কৃতজ্ঞতার প্রকাশ, আবার কারও কাছে তা যেন আগের সমালোচনার জবাব দেওয়ার ইঙ্গিত!

অভিনেত্রী নিজে কোনও ব্যাখ্যায় না গিয়েও, একটি পোস্ট শেয়ার করেই যে তিনি নিজের অবস্থান বুঝিয়ে দিতে চেয়েছেন, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু এই পদক্ষেপে যেন কাল হলো! পোস্টটি শেয়ার করায় আবার নতুন করে সমালোচনার দরজা খুলে গেছে। কমেন্ট বক্সে শুরু হয়েছে সেই কটাক্ষ! কেউ লেখেন, মেসি নাকি এবার অভিনেত্রী সিনেমা দেখতে আসছেন! কেউ আবার প্রশ্ন তোলেন ছবির প্রচারের জন্য ফুটবল তারকার নাম টানার প্রয়োজন হচ্ছে কি না, “সিনেমা কি চলছে না?

শেষে মেসির নামে মার্কেটিং করতে হচ্ছে!” প্রশংসার পোস্ট মুহূর্তের মধ্যে বিতর্কে ঢেকে যায় আর শুভশ্রীর সমাজ মাধ্যমের পরিসর ফের পরিণত হয় তর্ক-বিতর্কের মঞ্চে। এই পরিস্থিতিতে সামনে আসেন সেই ব্যক্তি, যিনি প্রথমে শুভশ্রীর প্রশংসায় পোস্টটি করেছিলেন। তিনি অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচনার জবাব দেন এবং প্রসঙ্গ টানেন নটি বিনোদিনীর ইতিহাসের! তাঁর বক্তব্যে উঠে আসে, কীভাবে একসময় ব্যক্তিগত জীবনকে হাতিয়ার করে শিল্পীদের আক্রমণ করা হতো।

আরও পড়ুনঃ “গ্ল্যামারের নামে সব সীমা ভাঙাই কি স্টাইল? আমি কী পরব সেটা আমার ব্যক্তিত্ব ঠিক করে, ট্রেন্ড নয়”—ট্রেন্ডের ভিড়ে দাঁড়িয়ে টলিউডকে নতুন প্রশ্নের মুখে ফেললেন কোয়েল মল্লিক, তবে কি বদলাচ্ছে ইন্ডাস্ট্রির চেনা সংজ্ঞা?

তিনি লেখেন, “এই পোস্টে যারা নেতিবাচক কথা লিখেছেন, তাদের একটা কথাই বলবো যে বিনোদিনী দাসীর ব্যক্তিগত জীবনের জন্য তাকে সেই সময়ের “পণ্ডিত গণ” অনেক কিছু বলেছিলেন, অপমান করেছিলেন। আজ তাকে নিয়ে গল্প, সাহিত্য, যাত্রা, সিনেমা কত কিছু!” এক কথায়, আবার প্রশংসার ভিড়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। এদিকে, বিহার থেকে মেসি কান্ডে ব্যক্তিগত প্রসঙ্গে কটুক্তি করার, রাজের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন। এখন দেখার বিষয়, কবে পুরোপুরি থামে এই প্রসঙ্গ!

You cannot copy content of this page