গত কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) জীবনে। যেমন তাঁর অভিনয় দক্ষতার জন্য বলিউডে নতুন সুযোগের ডাক আসছে, তেমন বাংলায় তাঁর কাজ নিয়ে ছিল নানান জল্পনা! গেল বছর, একদিকে সন্তানের আগমন আর অন্যদিকে ফেডারেশনের সঙ্গে বিরোধ মিলিয়ে অভিনেতার জীবনে অস্থিরতা ছিল অনেকটাই। তবে বছরের শেষে, তিনি আবার ফিরেছেন কাজে। এখন সবার প্রশ্ন, পরমকে কবে আবার পর্দায় দেখা যাবে?
খুব তাড়াতাড়ি নাকি তিনি একটি টক-শো উপস্থাপন করতে যাচ্ছেন, ‘টেবিল ফর অল’ নামে। যেখানে তিনি বিভিন্ন রুপোলি পর্দার তারকা এবং বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে মুখোমুখি হবেন। টলিউড থেকে বলিউড, সর্বত্র সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয়তা আছে তাঁর। কিন্তু অনেকদিন বলিউডের কোনও কাজে দেখা যায়নি তাঁকে। নতুন করে হিন্দিতে কাজের ডাক এসেছে না কি? বিষয়টা ঠিক তা নয়, অভিনেতা আসলে পরিসরের বদলে চরিত্রের গুরুত্ব দেখে কাজ করেন।
এই প্রসঙ্গেই এদিন তিনি বললেন, “আমি বাঙালি হিসেবে হিন্দি ছবিতে বাংলাকে তুলে ধরি আর শুধুমাত্র অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার থেকে, আমার মনে হয় যে এটা অনেক বেশি গ্রহণযোগ্য। নাহলে আমি ছবি করব না, দরকার হলে বাংলায় অখ্যাত পরিচালকের ছবি করব বা নিজের ছবি বানাবো। আর আমি এমনটা করেছিলাম! করণ জোহর আমায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটার জন্য নিজে এসে দেখা করেছিলেন। প্রায় তিন মাসের মতো সময় চাওয়া হয়েছিল আমার কাছ থেকে।
কিন্তু স্ক্রিপ্ট হাতে পেলাম, দেখলাম খুব বেশি হলে ১০-১৫ দিন লাগতে পারে। তাছাড়াও চরিত্রটা খুবই সাধারণ, আমার দেখানোর মতো কিছু নেই। মুখের উপর করব না বলে দিয়েছিলাম! তখন বলা হয়েছিল যে এত বড় ডিরেক্টারের ছবি, স্পেশাল অ্যাপিয়ারেন্সও দেওয়া হবে তাই ভেবে দেখতে। কিন্তু শুধুমাত্র হিন্দি ছবি আর পারিশ্রমিক বেশি বলেই আমি রাজি হয়ে যাবে এমনটা নয়, তাই করিনি। আমার কাছে চরিত্র আর নিজেকে তুলে ধরার মাধ্যমটাই আসল, পরিসরটা নয়।”
পরমের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ, তিনি শুধু জনপ্রিয়তা বা পারিশ্রমিকের জন্য কাজ করছেন না। তার কাছে মূল বিষয় হলো চরিত্রের গভীরতা এবং তার অভিনয়ের সুযোগ। তার এই মানসিকতা শুধুমাত্র টলিউডেই নয়, বলিউডেও অনেকের কাছে প্রশংসিত হয়েছে। তবে, পরমের মনোভাব নিয়ে কথা বলতে গেলে এটা পরিষ্কার যে তিনি কেবল সেলিব্রিটি হতে চান না, তিনি চান দর্শকদের কাছে কিছু বিশেষ ছাপ রেখে যেতে। এজন্য যতই বড় প্রজেক্ট আসুক, যদি চরিত্রটিতে তার স্বতন্ত্রতা না থাকে, তবে তিনি তা করতে আগ্রহী নন।
আরও পড়ুনঃ “প্রেমটা আমাদের…কে দোষারোপ করল, কেন করল ব্যাখ্যা দেওয়ার জন্য নয়!” শুভশ্রী-দেব বিচ্ছেদ থেকে শুরু করে সম্পর্কে তৃতীয় ব্যক্তি বিতর্কে, নিজ অবস্থান মজবুত রাখলেন রুক্মিণী মৈত্র! দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা থেকে, মনের মানুষকে নিয়ে কী বললেন তিনি?
তাঁর এমন দৃষ্টিভঙ্গি বর্তমানে অনেক তারকাই অনুসরণ করছেন। উল্লেখ্য, নিখিল আডবাণীর আসন্ন সিরিজে দেখা যাবে অভিনেতাকে। টলিউডের একাধিক সফল প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে পরম জানেন, নিজেকে শুধু বড় বড় ছবির সঙ্গে যুক্ত করলেই সাফল্য আসে না। বরং, ভালো কাজের প্রতি তার আগ্রহ বরাবরই বেশি। এর জন্য তিনি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন এবং এর ফলও তার অভিনয় জীবনে ইতিবাচকভাবে দেখা গেছে।






